মোঃ শাহাদাত হোসেন,(রামু থেকে)
লন্ডন থেকে সরকারি সফর শেষে কক্সবাজার পৌঁছেছেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। শুক্রবার বিকালে তিনি কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। বিশাল বহর নিয়ে তাকে বরণ করেছে কক্সবাজার সদর ও রামুর বিপুল নেতাকর্মী।
সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে বরণ করতে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বিমানবন্দরে যান কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা । কচ্ছপিয়া ইউনিয়ন থেকে এই বহরে যোগ দেন স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিপুল নেতাকর্মী। বহরটি পিকাপ ও মোটর সাইকেল নিয়ে কক্সবাজার বিমানবন্দরে গিয়ে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে বরণ করে নেন। এসময় যুবলীগ নেতা জহির, জাহাঙ্গীর ও শাহাদাত এর নেতৃত্বে নেতা-কর্মীরা এমপি কমলকে শুভেচ্ছা জানান।