হুমায়ুন কবির স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের পেকুয়ায় মোহাম্মদ বারেক ও সাংবাদিক জালাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ। রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পেকুয়ায় বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীনদল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়।শনিবার (৪ জুন) বিকেলে পেকুয়ায় বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। এ সময় কবির আহমদ চৌধুরী বাজার থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এ দিন সারাদেশ ব্যাপী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচী পালন করেন। এর অংশ হিসেবে পেকুয়ায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। ওই দিন দলীয় ঘোষণা ও কর্মসূচীকে সফল করতে পেকুয়ায় যুবলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। যুবলীগ পেকুয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক ও সাংবাদিক জালাল উদ্দিনের নেতৃত্বে যুবলীগের কয়েক শতাধিক নেতা-কর্মী পৃথক মিছিল নিয়ে পেকুয়ায় পৌছে। এ সময় যুবলীগের শত শত নেতাকর্মী বিক্ষোভ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। যুবলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের কর্মসূচীর সাথে একীভূত হন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সহসভাপতি মোহাম্মদ হোছাইন, যুগ্ম সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক সাংবাদিক জালাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হাসেম, সাংগঠনিক সম্পাদক আজগর আলী, যুব ও ক্রীড়া সম্পাদক তারেকুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবলীগ নেতা হোসাইন মো: বাদশাহ, আবদুল করিম, মহি উদ্দিন, জয়নাল আবেদীন, টইটংয়ের সম্পাদক মোহাম্মদ বাচ্চু, উজানটিয়ার সভাপতি মহিউদ্দিন হৃদয়, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন, শিলখালীর সভাপতি শেখ ফরিদ মেম্বার, বারবাকিয়ার সম্পাদক আবুল কালাম, মগনামার সভাপতি রুকন উদ্দিন, সদরের সভাপতি শহিদুল ইসলাম, মগনামার নুরুচ্ছফা সওদাগর প্রমুখ। এ ব্যাপারে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক বলেন, আমাদের আদর্শের শেষ ঠিকানা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা। তিনি আজ পৃথিবীর মানবিক রাষ্ট্রনায়ক হিসেবে সমাদৃত। একজন সফল রাস্ট্রনায়ক ও বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার হুমকি দিয়ে বিএনপি ও ছাত্রদলের কর্মীরা প্রমাণ করলো তারা হত্যার রাজনীতিতে বিশ্বাসী। আমরা যুবলীগ আজকে প্রমাণ করেছি শেখ হাসিনার কিছু হলে যুবলীগ ঘরে বসে থাকতে পারেনা। স্বৈরাচারের বুলেট ও বন্দুকের কাছে আমরা নত হয়নি। মনে রাখবেন শেখ হাসিনার ভিষণকে বুকে ধারণ করে যুবলীগ বাংলাদেশের যে কোন কঠিন ও দু:সময়ে রাজপথে ছিল এখনো আছি। আমরা আজকে প্রমাণ করেছি পেকুয়ায় আলীগ এখনো শক্তিশালী এবং বি এন পিসহ যেকোন অশুভ শক্তিকে কঠিন জবাব দিতে প্রস্তুত রয়েছি।