পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার বিকেলে চরসিন্দুর কলা বাজারে অনুষ্ঠিত হয়েছে। চরসিন্দুর ইউপি চেয়ারম্যান ও চরসিন্দুর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। এ সময় বক্তব্য রাখেন পলাশের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল আশরাফ খান পোটন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র মোঃ শরীফুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার প্রমুখ। সম্মেলনে মোফাজ্জল হোসেন রতন সভাপতি ও মোঃ আলমগীর হোসেন চরসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।