ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি

দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে রামু উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ণ

Link Copied!

জাবেদুল আনোয়ার 
স্টাফ রিপোর্টার, কক্সবাজার। 

কক্সবাজারের প্রতিটি উপজেলায় উপজেলা ভিত্তিক কর্মী সম্মেলন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসাবে রামু উপজেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় রামু সিটি পার্ক কমিউনিটি সেন্টারে শুরু হওয়া কর্মী সম্মেলন সন্ধ্যা পর্যন্ত চলে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। কর্মসূচী অনুযায়ী রামু উপজেলা আমীর জনাব ফজলুল্লাহ মুহাম্মদ হাসান উদ্ভোধনী বক্তব্য পেশ করেন।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা মুহাম্মদ শাহজাহান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন, কক্সবাজার  জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন,কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা হাবিব উল্লাহ, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট ফরিদ উদ্দীন ফারুকী, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক  ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর ,শ্রমিক কল্যাণ ফেডারেশন রামু উপজেলার সাবেক সভাপতি জনাব তৈয়ব উল্লাহ,শ্রমিক কল্যাণ ফেডারেশন রামু উপজেলার সভাপতি মুক্তার আহমদ, জামায়াতের নাইক্ষ্যংছড়ি উপজেলা আমীর জনাব মওলানা ওমর ফারুক প্রমুখ।

সম্মেলন সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি আ.ন.ম হারুন।।

এদিকে দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন করতে পারায় এবং স্বাধীন দেশে নেতা কর্মীদের মন উৎপুল্ল । তাদের কয়েকজন নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে বলেন, আমাদের কলিজার টুকরো হাজারো ছেলেদের বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগ ও পঙ্গুত্ব বরণ আর বেঁচে যাওয়া শিক্ষার্থীদের বলিষ্ট নেতৃত্বের ফসল আজকের স্বাধীন বাংলাদেশ। যার ফলশ্রুতিতে আজকে স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে আমাদের বাকস্বাধীনতা অর্জন হয়েছে । আর এরই মাধ্যমে আজ জনসম্মুখে আমাদের দ্বীনের দাওয়াত সর্বস্তরের জনগণের কাছে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হওয়ায় মহান রবের দরবারে ২০২৪ ইং সালের ২য় মুক্তি যুদ্ধে নিহত সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি আর আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সকল বীর শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বক্তারা বলেন, আমাদের আমিরে জামায়াতের ঘোষণা অনুযায়ী আমরা ১৫ বছর যে নির্যাতনের শিকার হয়েছি তার বদলা নেবনা। বরং আমাদের প্রিয় নবীর আদর্শ দিয়ে সব মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়ে তাদের বদলে দেব। এতে এ দেশ, জাতি সকলে দুনিয়া আখেরাতে চুড়ান্ত বিজয়ের দিকে পৌঁছে যাবে। এ জন্য সকল কর্মীদেরকে কোরান সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করে সর্বস্তরের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে।

উল্লেখ্য, গত সপ্তাহ থেকে জেলার প্রায় সকল উপজেলায় ধারাবাহিকভাবে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে দেখা যায়।

431 Views

আরও পড়ুন

নালিতাবাড়ীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

কাপাসিয়ায় বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় সহায়তা করলেন জামায়াত নেতা আইউবী

মহেশখালী নৌঘাটে সী ট্রাক চালু ও পল্টুন স্হাপনকে স্বাগতম- ড. হামিদুর রহমান আযাদ

গরমে যেসব অসুখ বেশি হতে পারে

জামালপুরে তিন হাজার পাঁচশত পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার নির্বাহী কমিটির সভা

রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দুর্গাপুরে আ.লীগ নেতা ফারুকসহ তিন কলেজ অধ্যক্ষের দুর্নীতি প্রমাণিত, দ্রুত বিচার দাবি

চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে গনধর্ষণ : আটক ২ যুবক

সিডিএ’র আইন উপদেষ্টা হলেন মানবাধিকার আইনবিদ জিয়া হাবীব আহসান

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার,কর্মসূচী স্থগিত

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র আরএমটিপি এবং গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের সেবা বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর কর্মশালা