ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে রামনাথ থানা আওয়ামীলীগ অফিসে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর (শনিবার) শেষ বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবু সাঈদ বাবু, ২০নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুরু। উক্ত বর্ধিত সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা করা হয়।