ফরহাদ আমিন:
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন,এক দশক ধরে আওয়ামী সরকারের বিরোদ্ধে অবৈধ কর্মকান্ডের সমালোচনার ব্যবস্থা না থাকার ফলে দুর্নীতিগ্রস্ত লুটরাজ নেতারা জুয়ার পরিবর্তে ক্যাসিনো,টেন্ডারবাজ,চাঁদাবাজ ও লুটপাট করে দেশকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে এসেছে।
তিনি আরো বলেন, সংসদে বিরোধী দল নেই,সমালোচনাও নেই আছে শুধু আছে গৃহপালিত বিরোধী দল। সুতরাং রাতের আঁধারে ভোটচুরির নির্বাচন নয়, একবার নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন বিএনপির জনপ্রিয়তা কাকে বলে সাধারণ মানুষই তা বুঝিয়ে দেবে। অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে শাহজাহান চৌধুরী বলেন, সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের রাজনৈতিক কর্মকান্ডে বাধা দিয়ে, মামলা-হামলা করে কখনোই দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে দমানো যাবে না। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির সভাপতির বাসভবনস্থ উঠানে টেকনাফ উপজেলা যুবদলের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী।
উক্ত সভার শুরুতে ছাত্রদল নেতা শাহনেওয়াজের পবিত্র কুরআনতেলওয়াতের মধ্যদিয়ে টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ কাইয়ুমের সভাপতিত্বে সহ-সভাপতি জামাল উদ্দিন ও ছাত্রনেতা ফারুক শরীফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল।
তিনি বলেন,আজকের তৃণমূল প্রতিনিধি সভার উপস্থিতি প্রমাণ করে টেকনাফ উপজেলা যুবদল কতটা শক্তিশালী। এত মামলা-হামলা,নির্যাতন-নিপীড়নের মাঝেও তৃণমূলের যুবদলকে আরো গতিশীল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের জন্য প্রস্তÍত হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক স¤পাদক এম মোক্তার আহমদ। নব-গঠিত টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাছান ছিদ্দিকী,পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান,সাংগঠনিক সম্পাদক আমির আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মৌ. আব্দুল মান্নান উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, নব-গঠিত টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, সহ-সভাপতি নুরুল আমিন চৌধুরী,যুগ্ন সম্পাদক মোঃ আলী মেম্বার। বক্তব্য রাখেন কক্সবাজার শহর যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উখিয়া উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুল সিকদার।
সাংগঠনিক রির্পোট পেশ করেন টেকনাফ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জুনায়েদ আলী চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম ওসমান গনি, সদস্য সচিব এডঃ রশিদুল আলম,প্রবাসী বিএনপি নেতা সোহেল চৌধুরী,যুবনেতা জালাল উদ্দিন, মোঃ রফিক, লোকমান হাকিম,আবুল কালাম সিকদার,মোক্তার আহমদ বাপ্পি,মোঃ হারুন,রিদুয়ান,হারুনুর রশিদ, বাহারছড়া উত্তর যুবদল সভাপতি মোঃ ইলিয়াছ,সাঃসম্পাদ সেলিম উদ্দিন,সদর যুবদল সভাপতি মোঃ তাহের,সাঃ সম্পাদক মোস্তাক আহমদ, বাহারছড়া দক্ষিণ যুবদল সদস্য সচিব হোছন আহমদ, সাবরাং যুবদলের সদস্য সচিব জাহেদ হোসন (মাহমুদ),হোয়াইক্যং উত্তর যুবদল সভাপতি ফরিদুল আলম, হোয়াইক্যং দক্ষিণ যুবদল আহবায়ক জাকরিয়া,যুবনেতা মামুনুর রশিদ বাহদুর,আব্দুল কুদ্দুস,মামুনুর রশিদ (হিরু),মানিক প্রমুখ। উক্ত সভা শেষে যুবদলের তৃণমূল প্রতিনিধি সভায় কক্সবাজার জেলা যুবদলের সভাপতি/সাধারণ সম্পাদক সবার সিদ্ধান্তক্রমে মোঃ কাইয়ুমকে টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি ঘোষণা করা হয়।
271 Views