এম এ মোতালিব ভুঁইয়া :
সুনামগঞ্জে ‘জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ‘ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে “কোটি হৃদয়ে জয় বাংলা বাস্তবায়ন কমিটি’র আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর বিপনীস্থ অস্থায়ী কার্যালয়ে সম্মেলন অনুষ্টিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক পরিচালক একে মিলন আহমেদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১১ নভেম্বর ৪১ সদস্য বিশিষ্ট “কোটি হৃদয়ে জয় বাংলা বাস্তবায়ন কমিটি’র অনুমোদন লাভ করে।
জাতির জনক বঙ্গবন্ধুর আত্মজীবনী, বঙ্গমাতার অবদান, মহান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস, প্রধানমন্ত্রীর ত্যাগ ও বিশ্বকৃতিত্ব সামগ্রীক উন্নয়নমুলক কর্মকান্ডের চিত্রগুলো ইলেকট্রনিক্স মাল্টিমিডিয়ায় ডিভাইস ও লিখিত এক কোটি অরাজনৈতিক ভোটারদের ডাটাবেইজে অর্ন্তভুক্তি করণের লক্ষ্যে “কোটি হৃদয়ে জয় বাংলা বাস্তবায়ন কমিটি’র আত্মপ্রকাশ ঘটে।
কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে আকরাম হোসেন বাদল ও নির্বাহী সচিব আখলিমা হক আখি, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আনিসুর রহমান আনিস, কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমিন, চিত্রনায়িকা অঞ্জনা, চিত্র নায়িকা নুতুন ও চিত্র নায়ক সাকিল খান, অতিরিক্ত নির্বাহী সচিব আরিফুল ইসলাম আরিফ, নির্বাহী উপ-সচিব আহসান হাবিব, নির্বাহী পরিচালক (ক্রীড়া) রফিকুল ইসলাম শাহীন, সহকারী নির্বাহী পরিচালক মিতুন আলী, পরিচালক তথ্য ও প্রযুক্তি একে মিলন আহমেদ, সহকারী পরিচালক তথ্য প্রযুক্তি খন্দকার জাকিয়া ইসলাম, উপ-পরিচালক তথ্য প্রযুক্তি কুমকুম খাতুন, পরিচালক প্রচার ও প্রকাশনা হোসেন আহমদ চৌধুরী মুরাদ, পরিচালক দপ্তর শেখ বায়েজিদ আহমদ, পরিচালক ত্রান ও দুর্যোগ সৈয়দ বেলাল আহমদ, আর্ন্তজাতিক বিষয়ক পরিচালক আরুক মুন্সী, পরিচালক শিক্ষা ও সাংস্কৃতি আলহাজ্ব আজিম উদ্দিন মাষ্টার, সহকারী পরিচালক খালেদা পারভীন শিখা, পরিচালক অর্থ রুবিনা আক্তার রুনা সহ গুরুত্বপূর্ন ব্যক্তিরা সংগঠনের সদস্য ও বিভিন্ন গুরুত্বপূর্ন পদে আছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় যুব শ্রমিকলীগের সুনামগঞ্জ জেলা সভাপতি মো: মাহতাব উদ্দিন তালুকদার, কার্যকরী সভাপতি সুদীপ্ত চন্দ্র দাস, সহ-সভাপতি আফজাল হোসেন, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস প্রমুখ।