জবি প্রতিনিধি:
সারাদেশে কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ।
গত সোমবার (২৪ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এরই ফলশ্রুতিতে ঈদের ছুটিতে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবী হিসেবে কৃষকের পাকা ধান কেটে এবং মাড়াই করে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নারী কর্মীরাও সমানভাবে অংশ নিচ্ছে।
বুধবার (২৬ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আসহাবুল পরাগের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ জন কর্মী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার তারাটি ফকিরপাড়া ইউনিয়নের মাহবুবুর রহমান মানিক নামের এক কৃষকের চার কাঠা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
জমির মালিক মাহবুবুর রহমান মানিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরাগসহ ছাত্রলীগের কর্মীরা তারাটি বন্দে আমাদের ধান কেটে অনেক উপকার করেছে। সবাইকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে জবি ছাত্রলীগের সহ-সভাপতি আসহাবুল পরাগ বলেন, ‘বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই কৃষি বাঁচলে বাঁচবে কৃষক, বাঁচবে দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক ইনান ভায়ের কথামত আজ সকালে ৮-১০ জন মিলে মানিক ভাইয়ের কৃষি জমিতে যাই। ধান কেটে বাড়িতে পৌছে দেই। এতে মানিক ভাই খুব খুশি হয়ে ছাত্রলীগের প্রশংসা করেন। আমার মনে একটা তৃপ্তির ছোঁয়া লাগে যে, মানুষটার মুখে হাসি ফোটাতে পেরেছি। যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে ছাত্রলীগ সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। অতীতেও দাঁড়িয়েছিল, ভবিষ্যতেও দাঁড়াবে। আমরা দেশরত্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মতো সর্বদা প্রস্তুত আছি।’