নজরুল ইসলাম,কুতুবদিয়াঃ
কুতুবদিয়া উপজেলা আ’লীগের উদ্যোগে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩রা নভেম্বর (রবিবার) সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বি.কম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জেলা আ’লীগের সদস্য শফিউল আলম, কুতুবদিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি যথাক্রমে হাজ¦ী মোঃ তাহের, মৌলানা মোহাম্মদ তাহের, মাহবুবুল আলম মেম্বার, যুগ্ম সম্পাদক আসাদ উল্লহ চৌধুরী, মাষ্টার সেলিম চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগামী নতুন কমিটিতে কোন হাইব্রিড ও অনুপ্রবেশকারীর জায়গা হবে না। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের অগ্রাধিকারের ভিত্তিতে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে গুরুত্বপূর্ণ দলীয় পদবী দেয়ার প্রতি সভায় গুরুত্বারোপ করা হয়।
পরিশেষে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নির্জন প্রকোষ্টে হত্যার শিকার হওয়া জাতীয় চার নেতা যথাক্রমে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।