ঢাকাশুক্রবার , ২৬ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি

কাপাসিয়ায় হান্নান শাহ্ স্মরণে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠান

প্রতিবেদক
নিউজ এডিটর
২৮ সেপ্টেম্বর ২০১৯, ৮:৩৪ অপরাহ্ণ

Link Copied!

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি’র উদ্যোগে ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের পরিচালনায় ঘাগটিয়া চালা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্জাহান ফকির, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী, এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন বেপারী, আজগর হেসেন খান, উপজেলা যুবদলের সভাপতি হোসেন সারোয়ার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোফাজ্জল হোসেন ইফতি, উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান, উপজেলা ওলামা দলের সভাপতি মাও. সিদ্দিকুর রহমান প্রমূখ। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান পলাশ, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন মোড়লসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে নেতা কর্মীরা হান্নান শাহ্’র কবরে ফাতেহা পাঠ ও দোয়া করেন এবং হান্নান শাহ্’র কবরে পুস্পস্তবক অর্পণ করেন। সারাদিন বৈরী আবহাওয়ার মাঝেও বিভিন্ন ইউনিয়ন থেকে স্মরণ সভায় শত শত নেতা-কর্মী ও সমর্থকরা অংশ গ্রহন করেন।

187 Views

আরও পড়ুন

ঢাবির ভিসি চত্বরে গায়েবানা জানাযা অনুষ্ঠিত

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা : ৫ শিক্ষার্থী আহত

সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত প্রত্যাহার 

চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার।

কোটার আ‌ন্দোল‌নে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাবি, হল ত্যাগের নির্দেশ।

আবাসিক হল বন্ধ ঘোষণার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল।

শিবপুরে কোটা আন্দোলনকে ঘিরে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি

জামালপুরে ছাত্রলীগের সমাবেশে কর্মীর ছুরিকাঘাতে নেতা জখম ও রক্তাক্ত

স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, স্থগিত বৃহস্পতিবারের এইচএসসি পরিক্ষা

শিক্ষার্থীদের নিরাপত্তায় ইবির বঙ্গবন্ধু হলের পকেটগেট বন্ধ করলো প্রশাসন