ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি :

“জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে”- অধ্যাপক মুজিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জুলাই – আগস্ট ছাত্র-জনতা অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে। কোন ভাবেই সেই চেতনা কে হারিয়ে যেতে দেওয়া যাবে না। হাজার-হাজার ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে ধারণ করে জীবন দিয়েছে, হাত-পা-চোখ হারিয়েছে আমরা তাদের ত্যাগ কে ব্যর্থ হতে দিবো না।
বাংলাদেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে মোকাবেলা করতে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আমাদের কে যার যার অবস্থান থেকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। দেশের এক ইঞ্চি জমিও আমরা কাউকে ছিনিয়ে নিতে দিব না। ২৩ ডিসেম্বর সকাল ৯:০০ টায় শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও শহর জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সেক্রেটারি রিয়াজ মু. শাকিলসহ অন্যান্য জেলা ও শহর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি অধ্যাপক মুজিব আরো বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। দেশের মানুষের সত্যিকারের ভাগ্য পরিবর্তনে জামায়াতের কর্মসূচি দেশবাসীর কাছে সমাদৃত হয়েছে। ৫ আগস্ট পরবর্তী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জামায়াতের ভূমিকা রাজনৈতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছে। আমরা দেশ ও দেশের মানুষের জন্য আরো ইতিবাচক ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

399 Views

আরও পড়ুন

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার নতুন দায়িত্বে যারা

টেকনাফে মিনি ড্রাম-ট্রাকে মিললো৫০হাজার ইয়াবা,আটক-২