রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ
স্বাধীনতার মহান স্থাপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আ’লীগের জামালপুরের ইসলামপুর পৌর আ’লীগের ২নং ওযার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরে সরদারপাড়া গ্রামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ওযার্ড আ’লীগে সভাপতি হোসেন শেখ সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা আ’লীগের সভাপতি স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল। সম্মেলনের উদ্বোধন করেন,পৌরশহরে আ’লীগ সভাপতি নুর ইসলাম নুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর আ’লীগে সাধারণ সম্পাদক শ্রী অংকন কর্মকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আব্দুন নাসের বাবুল,উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী শাহিন,আবু নাছের চৌধুরী চার্লেস,যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ,উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পদক জাহাঙ্গীর আলম,যুবমহিলা আ’লীগের সভাপতি আবিদা সুলতানা যূতি প্রমুখ। ত্রি-বার্ষিক সম্মেলনে পরিচালনা করেন,আলম মন্ডল। সম্মেলন শেষে প্রধান অতিথি ফরিদুল হক খান দুলাল সভাপতি পদে আলম মন্ডল ও সাধারণ সম্পাদক হয়রত আলী মন্ডল কে ঘোষনা দেন ।