রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ
সংগঠন সুসংগঠিত করে সাংগঠনিক অবকাঠামো জোরদার করার লক্ষে জামালপুরের ইসলামপুরে পৌর আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় বর্ধিত সভায় পৌর আ’লীগের সভাপতি নুর ইসলাম নুর সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড,জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা আ’লীগের সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস,শাহাদত হোসেন স্বাধীন,আঃ রাজাজক লার মিয়া,মজিবর রহমান শাহজাহান,হাবিবুর রহমান চৌধুরী শাহিন,যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আঃ কাদের শেখ প্রমূখ।