প্রেস বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ আগামী ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের আনোয়রায় দক্ষিণ চট্টগ্রামের সাংগঠনিক কার্যক্রমের উপর এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মো. এমরান চৌধুরী জানিয়েছেন। এমরান চৌধুরী আরো জানান, আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় আনোয়ারার পিএবি সড়ক কালাবিবি’র দিঘীর উত্তর পাশে ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হতে যাচ্ছে। এতে সভাপতিত্ব করবেন দক্ষিণ চট্টলার আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী বনেদী পরিবারের সন্তান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম’র কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. এমরান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা। এতে আরো কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এ অনুষ্ঠানে দক্ষিণ চট্টগ্রামের সব উপজেলার প্রত্যেক নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. এমরান চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০