ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

তথ্য আপা’র উঠান বৈঠকে উপকৃত মণিপুরী নারীরাও

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
২২ নভেম্বর ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম, 
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প সুবিধার আওতায় সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে কমলগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে  উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে মাধবপুর ইউনিয়নের শুকুর উল্লার গাঁও (মণিপুরী মুসলিম)  গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তথ্য সেবা নিতে গ্রামের  অর্ধ-শতাধিক নারীরা উপস্থিত ছিলেন। উপজেলা তথ্যসেবা সহকারী আমিনা ইসলাম মৌ (তথ্য আপা)-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন। আরো উপস্থিত ছিলেন ৮ নং মাধবপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী, ইউপি সদস্য রাম কৃষ্ণ চ্যাটার্জী, মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম৷ এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) তথ্যসেবা কর্মকর্তা স্বর্ণালী সিনহা।
বৈঠকে নারীদের অধিকার ,চিকিৎসা সেবা, উদ্যোগটা তৈরি,তথ্য প্রযুক্তি,পরিবারের প্রতি কর্তব্য ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে নানান তথ্য সেবা পরামর্শ দেওয়া হয়। এ সময় তথ্য সেবার উঠান বৈঠকে মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম আলোচনার এক ফাঁকে মণিপুরী ভাষায় বক্তব্য রাখেন ৷ তার বক্তব্যে তথ্য আপার সেবা বিষয়ে সকল  দিক নির্দেশনা দেন তিনি। নিজস্ব ভাষায় বক্তব্য শুনে উপকৃত হচ্ছেন গ্রামের মণিপুরী মুসলিম নারীরা।
উল্লেখ্য উঠান বৈঠকে নারীদের অধিকার ,চিকিৎসা সেবা, উদ্যোগটা তৈরি,তথ্য প্রযুক্তি,পরিবারের প্রতি কর্তব্য ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে নানান তথ্য সেবা পরামর্শ দেওয়া হয়। এছাড়া সরকারের যে সেবা আছে তা না জানায় অনেকে সেবা বঞ্চিত হয়। সরকারের শিক্ষা,চিকিৎসা ও প্রযুক্তিগত সেবা সম্পর্কে অবগত করতে  ধারনা দেন  তথ্য আপা। প্রতি মাসে উঠান বৈঠক করে তৃণমূল নারীদের সচেতন করছে।
উঠান বৈঠকে আসা নারীদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও আসা,যাওয়ার খরচ ও আপ্যায়ন ব্যবস্থা করা হয়ে থাকে। তথ্য আপার সেবা বিষয়ে সকল  দিক নির্দেশনা দিয়ে থাকেন উপজেলা প্রশাসন। এতে বিশেষ করে এই উপজেলায় ‘তথ্য আপা’র সেবায় আলোকিত হচ্ছে বঞ্চিত নারীরা।

আরও পড়ুন

বাউলদের ওপর হামলা করা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়

কারিগরি ত্রুটিতে বন্ধ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট

দোয়ারাবাজারে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

কাপাসিয়ায় আলোচিত মাদক কারবারি জুয়েলের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ, গ্রেফতার -১

মেডিকেল শিক্ষা ও সেবার মানোন্নয়নে সমন্বিত কাজ জরুরি: ঢাবি ভিসি

পহরচাঁদা বিটে বনভূমি দখলমুক্ত অভিযান ১ একর সরকারি জমি উদ্ধার, অবৈধ নির্মাণ উচ্ছেদ

জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ :

নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিলো এনসিপি

চকরিয়ায় ২১ কোটি টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ: টেকসই উন্নয়ন নিয়ে শঙ্কা স্থানীয়দের

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন