স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজার জেলার চকরিয়া খুটাখালী ইউনিয়নের মধ্য মেদা কচ্ছপিয়া’ গ্রামের তিন যুবক কে গত ১৪ ফেব্রুয়ারি রাতে মোটরসাইকেল চুরির দায়ে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় খুটাখালী বাজারে বিশাল মানববন্ধন করেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।মানববন্ধনকারী এলাকার জণসাধারণের দাবি যাদের গ্রেফতার করা হয়েছে তারা রাজ মিস্ত্রি সহ বিভিন্ন কাজ করে এবং অপরাধের সাথে জড়িত নয়।মোটরসাইকেল গুলো লাইসেন্স বিহীন অপরের কাছ থেকে স্টাম্প মূলে ক্রয় করেছে, বাজারের কাজে আসা-যাওয়ার জন্য।স্থানীয় গুটি কয়েক মানুষ ডিবিকে ভুল বুঝালে ডিবি নিরীহ এই লোকগুলোকে গ্রেফতার করে।কক্সবাজার জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নির্দেশে রোববার অভিযানকালে পুলিশ মেধাকচ্ছপিয়া এলাকার নিরীহ শ্রমিক আবদুস শুক্কুরের ছেলে মো.তারেক (২১), জহির উদ্দিনের ছেলে শাহরিয়া (২৪) ও আবদুস ছালামের ছেলে নুরুল আমিনকে (২৩) গ্রেফতার করেন।