ঢাকাসোমবার , ৩১ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এই সংস্কার প্রস্তাবের বিরোধিতায় বিএনপি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ২:১৮ পূর্বাহ্ণ

Link Copied!

—–
২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এই সংস্কার প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি।

এরা আনছে আরেক বাটপারি আলাপ। পর পর ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না।
খেয়াল করেন।
পরপর ২ বার।
মানে টানা ২ বার প্রধানমন্ত্রী হবে। এরপর তো এক টার্ম গ্যাপ দিয়ে আবার হতে পারবে।
আর ইউনূস সরকারের প্রস্তাব ছিলো, এক ব্যাক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতেই পারবে না। টানা হোক আর না হোক। আমেরিকা স্টাইল।
শুধু এটাই না, আরো বেশিরভাগ সংস্কারের বিরুদ্ধে ওরা অফিশিয়াল অবস্থান নিছে।
কাজেই, দেশ খুব চেঞ্জ হয়ে যাবে, দেশের বিরাট পরিবর্তন হয়ে যাবে বলে যারা অনেক স্বপ্ন টপ্ন দেখে ফেলেছিলেন, তারা এইবার ঘুম থেকে উঠতে পারেন।
যারা ৫ আগস্টের পর বিদেশে না যাইয়া দেশে থাকবো বলে আবেগে আলুথালু হয়েছিলেন, তারাও আবেগ থেকে বের হন।
সামনে আরো একটা দীর্ঘ লড়াই আসতেছে।
এই লড়াই এ আবারও এই দেশকে কিসের মধ্যে দিয়ে যেতে হবে, জানি না। শুধু জানি, কিছুই চেঞ্জ হবে না।সংবিধানের মূলনীতি পর্যন্ত চেঞ্জ করতে দিবে না এরা।
আর আব্বাস তো বলেই দিছে, ইউনূস কিছু চেঞ্জ করে গেলে উনারা সেইটা বদলে ফেলবেন। সহজে কিছুই চেঞ্জ করতে দেবে না।
কেন দেবে?
শুধু গুলিস্তান থেকেই উঠতেছে হাজার কোটি টাকার চাঁদা। এই মধু কে ছাড়বে? কেউ ছাড়বে না।
আমি আপনি বরং দেশ ছাড়ি।
যেই দেশে ২০০০ মানুষের রক্তও রাজনৈতিক দলগুলোকে শুদ্ধ করতে পারে না, সেই দেশে থেকে কী করবেন?

– তানভীর আকন্দ,বরিশাল।

130 Views

আরও পড়ুন

ভূয়া সনদে চাকুরিতে যোগদানের প্রমাণ মেলেছে দুর্গাপুরের এক কলেজ সহঃ অধ্যাপকের বিরুদ্ধে,

‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ শিবপুর’এর নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

এশিয়ার ৩ দেশে ঈদের তারিখ ঘোষণা

৬ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সম্প্রীতির বন্ধনে এনসিপি কক্সবাজারের গ্র্যান্ড ইফতার, হাজারো মানুষের মিলনমেলা

শান্তিগঞ্জে পরিবারের সাথে ঈদ করতে এসে প্রাণ গেল সুমাইয়ার

আজ বছরের প্রথম সূর্যগ্রহণ

কমলগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ

শ্রীবরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার : হত্যার অভিযোগে স্বামী আটক

দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই !!

কাপাসিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

কাপাসিয়ায় শহীদ জাকির হোসেনের পরিবারের হাতে জামায়াতের নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ