সিয়াম আহমেদ :
বাংলা সাহিত্যের ইতিহাসে এক কালজয়ী উজ্জ্বল নক্ষত্রের নাম হুমায়ূন আহমেদ। বহুমুখিনতাই তাঁকে প্রতিভার অধিকারী এই লেখক একদিকে যেমন গল্প, উপন্যাস লেখার মাধ্যমে লক্ষ্য পাঠকের মন জয় করেছেন অন্যদিকে অনবদ্য সব চলচ্চিত্র নির্মাণের মাধ্যে অর্জন করেছেন কোটি মানুষের ভালবাসা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেখক এই কিংবদন্তী। বাংলা সাহিত্য সম্ভারে এই কথা সাহিত্যিকের সৃষ্ট উপন্যাসগুলো এক অনন্য সংযোজন।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া গ্রামের কুতুবপুর উপজেলায় জন্ম গ্রহণ করেছিলেন এই মহান লেখক। তার পারিবারিক ডাক নাম ছিল কাজল।
১৯৭২ সালে তার প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশিত হয়। তিনি মোট ২০০টিরও বেশি বই লিখেছেন। এছাড়া নির্মাণ করেছেন বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র।
বাংলাদেশের তরুণ তরুণীদের কাছে হুমায়ুন আহমেদ অত্যন্ত জনপ্রিয় এক ব্যাক্তিত্ব। কলেজ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী তার আদর্শের অনসরণ করেন। বলা হয়, বাংলাদেশী তরুণ তরুণীদের সাহিত্য মুখো করে তোলার পেছনে তার অবদান রয়েছে।
আজ এই মহান সাহিত্যকের একাত্তরতম জন্মদিন আজ। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি চিরদিন অমর হয়ে থাকবেন।