ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

সকাল ১০টা থেকে বিকাল ৪টা: শিক্ষার পথে বড় অন্তরায়!

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ৯:১২ পূর্বাহ্ণ

Link Copied!

——-

গ্রামীণ অঞ্চলের বহু মাদ্রাসা ও স্কুলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস পরিচালিত হয়। এই দীর্ঘ ও অস্বস্তিকর সময়সূচি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে মারাত্মক প্রভাব ফেলছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষকদের একাংশ ও অভিভাবকদের মতে, এই সময়ের পড়াশোনা মোটেও ফলপ্রসূ নয়।

যোহরের পরের ক্লাসে শিক্ষকদের মনোযোগ যেমন কম থাকে, শিক্ষার্থীরাও হয়ে পড়ে ক্লান্ত, অমনোযোগী ও বিরক্ত। ফলে দিনের শেষ দিকে ক্লাস হয়ে দাঁড়ায় শুধু উপস্থিতি নামক আনুষ্ঠানিকতা, আর শিক্ষার্থীরা বাড়ি ফেরে ক্লান্তি ও অনাগ্রহ নিয়ে।

কী কী ক্ষতি হচ্ছে?

প্রাইভেট পড়ার চাপ: সকাল ৭–৮টা থেকে শুরু হওয়া প্রাইভেট ক্লাসেই শিক্ষক-শিক্ষার্থীর অধিকাংশ শক্তি ক্ষয় হয়। ফলে মূল ক্লাসে তারা থাকে অর্ধেক প্রাণশক্তি নিয়ে।

খাদ্যাভ্যাসের অবনতি: দুপুরের খাবার না পেয়ে শিক্ষার্থীরা ঝালমুড়ি, সিংগাড়া জাতীয় ভাজাপোড়া খেয়ে সময় কাটায়। এতে শারীরিক ও মানসিক ক্ষতি হয়।

দুপুরের গরম: বাংলাদেশ নাতিশীতোষ্ণ দেশ হলেও দুপুরের পর তাপমাত্রা বেড়ে যায়, যা পড়াশোনার অনুকূল নয়।

সময়ের অপচয়: সকাল ১০টা থেকে ক্লাস হওয়ায় সকাল, দুপুর ও বিকেল—তিন সময়ই অপচয় হয়, কোনোটাই কাজে লাগে না।

শিক্ষক সমাজের একাংশ এই পরিবর্তন চান না। কারণ, কেউ প্রাইভেট পড়ানোয় ব্যস্ত, কেউ ব্যবসা, দোকান বা কৃষিকাজে জড়িত থেকে পরে প্রতিষ্ঠানে যান।

অভিজ্ঞ মহল মনে করেন, সকাল ৮টা থেকে দুপুর ১টা বা ২টা পর্যন্ত ক্লাস হলে শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। সরকারের শিক্ষা উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

লিখেছেন: রাজন হোসাইন

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস