———–
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সদা সর্বদা সত্যের প্রকাশ এবং মিথ্যার প্রতিবাদকে মূলনীতি ধরে ২০১৫ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠা করা হয়েছিল দেশের অন্যতম সর্বাধিক পঠিত অনলাই পত্রিকা নিউজ ভিশন। যার মূল স্লোগানটাই হচ্ছে সত্যের সন্ধানে আমরা এগিয়ে চলি দুর্বার।
শুরুটা হয়েছিল হয়েক জন স্বপ্নবাজ, উদ্যমী, পরিশ্রমী মানুষের হাত ধরে। সময়ের পরিক্রমায় আজ সেই অনলাই পত্রিকাটিতে কাজ করছে শত শত তরুণ তরুণী। অনবদ্ধ পরিশ্রমের পুরষ্কার হিসেবে পেয়েছে দেশে ও দেশের বাইরে মর্যাদাপূর্ণ পরিচিত। জয় করেছে লক্ষ পাঠকের মন।
আজ নিউজ ভিশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এইদিনে নিউজ ভিশনের সকল পাঠক, প্রতিনিধি, সংবাদকর্মী, কর্মকর্তা, শুভানুধ্যায়ীকে জানাই প্রাণঢালা সুভেচ্ছা ও অভিনন্দন।
সামনের পথচলা হোক সুদৃঢ়। সত্যের প্রকাশ হোক সুস্পষ্ট, অপ্রতিরোধ্য । অভিনন্দন নিউজ ভিশন পরিবার।
———-
শুভেচ্ছান্তে,
সিয়াম আহমেদ, ঢাবি।