———–
সম্প্রতি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আাইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়ার বহিস্কারকে কেন্দ্র করে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
আন্দোলন রুখতে উপাচার্যের পৃষ্ঠপোষকতায় বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ ঘটনায় বেশ কিছু শিক্ষার্থী আহত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের ক্যাম্পাসে বহিরাগতদের দ্বারা হামলার শিকার হওয়া বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করার দ্বায়িত্বটি তাদেরই। এছাড়া বহিরাগতের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ এবং আধিপত্য বিস্তারের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শিক্ষার্থীরাই সমাজ ও দেশের ভবিষ্যৎ। দেশ ও জাতীর কল্যাণের কথা চিন্তা করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও চিহ্নিতের দ্রুত আইনে আওতায় আনার দাবী জানাই। পাশাপাশি প্রশাসনকে এ ব্যাপারে সজাগ থাকাতে হবে যাতে এরূপ অপ্রীতিকর ঘটনা আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে না ঘটে।
———-
সিয়াম আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়।
sminforme@gmail.com