—মোহাম্মদ আরিফ হোসেন :
———————-
বর্তমান সময়ের রাজনীতিতে দল ভারি করা জন্য কিছু স্বার্থ লোভী নেতা রাজনীতিতে শিশুদেরকে ব্যবহার করে। যদিও এই শিশুরা রাজনীতি সম্পর্কে কিছু জানে না। তাদেরকে কিছু টাকা দিয়ে বা একটা টি-শার্ট এবং কি খাবার দিয়েও শিশুদেরকে প্রলুব্ধ করে তাদের ক্লাস বাদ দিয়ে বিভিন্ন মিছিল মিটিং বা প্রোগ্রামে নিয়ে যায়। যা হয়েছে ২৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজতন্ত্র ছাত্র ফ্রন্টের ৫ম বার্ষীকি সম্মেলনে তারা শত শত শিশুকে নিয়ে আসছে।
একটা শিশুকে বললাম তুমি এখানে কেন এসেছো? শিশুটি বললো আমাকে একজনে নিয়ে এসেছে ঢাকা শহর ঘুরাবে বলে! আরো বিভিন্ন রাজনৈতিক দলেও এর লক্ষণ দেখা যায়। কিছু দিন আগে একটা পত্রিকায় দেখলাম ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ে একটা শিশুকে শিশু ছাত্রলীগ পদ দেওয়া হয়েছে। যা এই জাতির জন্য খুবেই লজ্জা জনক। এবং জাতিকে মেধা শূন্য করা একটা চক্রান্ত।
তাই সবার কাছে আমার অনুরোধ আপনি রাজনীতি করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু এই কোমলমতি শিশুদেরকে আপনার রাজনীতির ব্যবহার করবেন না। রাজনীতির সাথে জড়িয়ে তাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না।
————–
মোহাম্মদ আরিফ হোসেন
শিক্ষার্থী : ঢাকা বিশ্ববিদ্যালয়