ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

মুক্ত চিন্তায় বাধা’ একটি জাতির জন্য অশনি সংকেত!

প্রতিবেদক
নিউজ এডিটর
১৮ অক্টোবর ২০১৯, ১০:৫৫ অপরাহ্ণ

Link Copied!

———-
একটি জাতি উন্নতি সাধন করতে পারে তখনই, যখনই সে জাতি নিজেদের চিন্তাভাবনা প্রকাশ করতে পারে বাধাহীন। যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই; সেখানে স্বাধীনতা শব্দটা বেমানান। তাই মুক্ত চিন্তা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুক্তচিন্তা হচ্ছে একটি বিশেষায়িত চিন্তন প্রক্রিয়া যেখানে কোন রকম সীমাবদ্ধ কিংবা প্রতিবন্ধকতার প্রভাব থাকবে না। কাজী সাইফুদ্দিন মুক্ত চিন্তার সংজ্ঞায় বলেন- মুক্ত চিন্তা মানে “Open system of Thought” অর্থাৎ চিন্তার উন্মুক্ততা।

অতি সম্প্রতি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়- তার ফেসবুক ওয়ালে তার মতামত প্রদান করার প্রেক্ষিতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ছাড়া আমরা পূর্বেও দেখেছি ফেসবুকে, টকশোতে, ব্লগে তাদের মত প্রকাশ করার ফলে তাদের হত্যা করা হয়েছে। কেননা তাদের মত একটি গোষ্ঠীর বিপক্ষে গিয়েছে। তাহলে আমরা কীভাবে মত প্রকাশ করব? আমাদের মত প্রকাশের স্বাধীনতা কে দিবে? তাহলে বলা যায় যা কিছু হবে হোক আমরা টুঁ শব্দ করতে পারব না! আমরা একটি জাতির উন্নয়নে, একটি দেশের উন্নয়নের প্রেক্ষিতে সমালোচনা করতে পারব না! সাংবাদিক ও ব্লগাররা তাদের ইচ্ছে অনুযায়ী সত্য হলেও তা বলতে পারবে না। তাহলে কি বলা যায়; আমরা বন্দী জাতি?

প্রত্যেক দেশেই মুক্ত মত প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন হচ্ছে এবং কি মুক্ত মত প্রিয় জাতিরা তা প্রতিষ্ঠা করছে। ইংরেজ কবি মিল্টন সপ্তদশ শতকে ব্রিটিশ রাজার সঙ্গে লড়াইয়ে লিপ্ত হন বিবেকের স্বাধীনতা, চিন্তার স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায়। অ্যারিওপ্যাজিটিকায় তার উচ্চারণ ছিল এই রকম; দাও আমায়, জ্ঞানের স্বাধীনতা দাও, কথা কইবার স্বাধীনতা দাও, মুক্তভাবে বিতর্ক করার স্বাধীনতা দাও। সবার ওপরে আমাকে দাও মুক্তি। লক্ষণীয় যে, শর্তহীন বাকস্বাধীনতার অধিকার আজও আমরা অর্জন করতে পারিনি। আমি কি করব না করব সেটা যদি অন্যজন ঠিক করে দেয় তাহলে আমার কাজ কি! আমার নিজস্ব চিন্তার জগৎ বলে কিছু আছে বৈকি!

বাক্‌স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা আর দশটা গণতান্ত্রিক অধিকারের মতো নয়, এটি গণতন্ত্রের মৌল ভিত্তি। আর সবকিছুই এর ওপর নির্ভরশীল। এটি খুবই মৌলিকভাবে গণতন্ত্রের সবচেয়ে মৌলিক উপাদান। ফলে এই অধিকারের সুরক্ষা দেওয়া, সংরক্ষণ করা ও তাকে বিকশিত করা রাষ্ট্রের প্রথম দায়িত্বের মধ্যে পড়ে, যেটা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেখানে সবাই নির্বিঘ্নে মত প্রকাশ করতে পারবে, কথা বলতে পারবে, লিখতে পারবে, সমালোচনা করতে পারবে এবং নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা পাবে এমন বাংলাদেশ কামনা।
———-
আমজাদ হোসেন হৃদয়
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

147 Views

আরও পড়ুন

ক্ষমতায় গেলে নারীদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখার সুযোগ করে দেব- আমীরে জামায়াত

সিলেট-তামাবিল মহাসড়কে দূর্ঘটনায় নিহত তিন,আহত দুই

দোয়ারাবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন: সভাপতি আব্দুল হান্নান , সম্পাদক মাও: সাইফুল 

রাজশাহীতে ফ্রি ছানি অপারেশন হচ্ছে ৫০০ রোগীর।

টঙ্গী’তে বাতিঘর ফাউন্ডেশন এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

উপদেষ্টা হাসান আরিফ না ফেরার দেশে

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন।

সাংবাদিক সম্মেলনে মুহম্মদ নুরুল ইসলাম
নব্য দোসরদের কারণে কক্সবাজারে সাংবাদিকরা প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না

টেকনাফে পুলিশে’র অভিযানে একটি অস্ত্র-১০রাউন্ড গুলিসহ আটক-১

কক্সবাজারে কৃষকলীগ নেতাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

কক্সবাজারের কৃতিসন্তান মো: সাইফুল্লাহকে পুলিশ সুপার পদে পদোন্নতি

জনগণ ইসলামী দলের মধ্যে ঐক্য কামনা করছে: জামায়াত আমির