ঢাকাবুধবার , ১৫ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ

বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ, আমাদের প্রত্যাশা ও বাস্তবতা -জুবায়েদ মোস্তফা

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
২ অক্টোবর ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ণ

Link Copied!

দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ যেন ঘুম ভাঙলে বাজবে দামামা, শুরু হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মহারণ। ক্রিকেটকে ঘিরে বাংলাদেশের ভক্ত সমর্থকদের মধ্যে যেন উন্মাদনার শেষ নেই, বস্তি থেকে পাঁচ তারকা হোটেলে, টঙের দোকান থেকে বড় বড় অট্টালিকা
সর্বত্রই যেন ক্রিকেটীয় আলাপচারিতায় সরগরম। গায়ের মোড়ে মোড়ে, শহরের অলিতে গলিতে চায়ের কাপে বিশ্বকাপ নিয়ে তর্ক বিতর্ক ঝড় উঠেছে ইতিমধ্যে।

ক্রিকেটের অন্যতম পরাশক্তি ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মাটিতেই বিশ্বকাপের পর্দা, প্রতিবেশী দেশ হওয়ায় বিশ্বকাপের স্বাদ ঘ্রাণ আমাদের একটু বেশি বিমোহিত করছে।
ক্রীড়াপ্রেমীরা বিশ্বকাপের উন্মাদনায় এখন থেকেই বুঁদ হয়ে আছে। বিশ্বকাপের ক্ষণগণনা শুরু করে দিয়েছে বেশ আগে থেকেই। অপেক্ষার দীর্ঘ প্রহর অতিক্রম করার জন্য অধীর আগ্রহে বসে আছে ভক্ত সমর্থকরা। ভাবনায় যখন ওয়ানডে বিশ্বকাপের মতো শ্রেষ্ঠত্বের লড়াইয়ের কথা। ঠিক তখনই মনের অজান্তেই ঈষৎ কোণে প্রশ্ন জমা হয় দলগত পারফরম্যান্স নিয়ে।
এখন পর্যন্ত খেলা ছয়টি বিশ্বকাপে (১৯৯৯-২০১৯) ৪২টি খেলায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৪টি ম্যাচে আসে জয়ের বুনো উল্লাস,২৬টি ম্যাচে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় এবং দুইটি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে। সর্বোচ্চ ইনিংস ৩৩৩/৮(২০১৯) পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। সর্বনিম্ন ইনিংস ৫৮ (২০১১) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রথম ছয়টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেনি। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু বিশ্বকাপের সপ্তম আসরে ১৯৯৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে।

১৯৯৯ সালে বাংলাদেশের অভিষেক বিশ্বকাপে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে নিজেদের সক্ষমতা জানান দেন ক্রিকেট বিশ্বকে, পুরো বিশ্বের সামনে মাথা উঁচু করে নিজেদের রাজকীয় আবির্ভাবের আগমনী বার্তা দিয়ে রাখে, জয়ের ধারা আত্মবিশ্বাসের সাথে অব্যাহত রাখে স্কটল্যান্ডের সাথে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বাজে এবং লজ্জাজনক ঘটনার সাক্ষী হয় ২০০৩ সালে। পুঁচকে কানাডা সহ সবকয়টি ম্যাচ হেরে মাথা নিচু করে পরাজিত সৈনিকের মত বিদায় নিতে হয় অশ্রু মুছতে মুছতে। নিজেদের দিনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বাংলাদেশ সেটা জানান দেয় ২০০৭ বিশ্বকাপের আসরে। ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে ধুমড়ে মুচড়ে দিয়ে বিজয় উল্লাসে ফেটে পড়েন। সালটা তখন ২০১১ বাংলাদেশের ঘরের মাঠে বসে বিশ্বকাপের আসর। বিশ্বকাপকে ঘিরে বড় স্বপ্নের আশায় নেশাতুর হয়ে আছে ভক্তকূল। তিন জয়ের পরিপূর্ণ স্বাদ পেলেও, বিষাদ নামায় দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫৮ রান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৮ রানের অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশ। প্রত্যাশার ছিটে ফোঁটা দিয়েও রাঙাতে পারেনি ঘরের আসর, এমনকি গ্রুপ পর্বের দেয়াল টপকাতে পুরোপুরি ব্যর্থ হয়।২০১৫ বিশ্বকাপটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা একটি বিশ্বকাপ। ইংল্যান্ডকে কাঁদিয়ে তিনটি জয় এক ড্র নিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে মুখ উজ্জ্বল করে, আর যা এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের জন্য সর্বোচ্চ অর্জন। ২০১৯ সালে তিন জয় পেলেও মোটা দাগে আলোর মুখ দেখেনি বাংলাদেশ। তবে এই আসরে ক্রিকেট পাড়ায় রীতিমতো হৈচৈ ফেলে দেয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একমাত্র খেলোয়াড় হিসেবে কোন আসরে ৬০০ রান ও ১০ উইকেট নেওয়ার অবিনশ্বর রেকর্ড নিজের নামে পাকাপোক্ত করেন। সাকিব আল হাসানের পাশে বাকিদের দলগত পারফরম্যান্স থাকলে সেবার হয়তো ফলাফলটা ভিন্ন হতে পারত, মেতে ওঠা যেত দলগত সাফল্যের অনন্য বন্দনায়। গ্রুপ পর্বের বাধা টপকাতে পারলে হইতো প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ আসরের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হতে পারতেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী ও বিশ্বাস করছে ২০২৩ সালটা বাংলাদেশ ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে। অনেক ভক্ত সমর্থক দেখছেন শিরোপা উঁচিয়ে ধরার মতো বড় স্বপ্ন। কেউ কেউ দৃপ্ত কণ্ঠে বলছে এবং মনে প্রাণে বিশ্বাস করছে প্রথমবারের মতো সেমিফাইনালে পদার্পণ করবে বাংলাদেশ। স্বপ্ন দেখার পেছনে যথেষ্ট কারণ লুকিয়ে আছে। ওয়ানডেতে বাংলাদেশ বিগত কয়েক বছর ধরে অতি মানবীয় পারফরম্যান্স করছে। ওয়ানডেতে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করছে যেন, সিরিজের পর সিরিজে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। ছুটেছে পাগলা ঘোড়ার বেগে কখনো কখনো ছুটেছে স্টিমারের বেগে, তবে মোটেও হয়নি লাইনচ্যুত ট্রেনের মত। টগবগিয়ে লাফিয়ে উঠা যুবকের মত অশনি সংকেত দেখানো, প্রতিপক্ষের ডেরায় থাবা মারা কিংবা কবর রচনা করা সক্ষমতার অমীয় কথা বলে। আইসিসি স্বীকৃত সুপার কাপে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করা, টানা প্রায় ১৫ সিরিজ জয় বাংলাদেশের জন্য গৌরব গাঁথা অধ্যায়। শক্তিশালী আফ্রিকার মাটি থেকে সিরিজ সুনিশ্চিত করা বাংলাদেশ দলের শক্তিমত্তার অনন্য মাত্রা যোগ করে। তাই সেমিফাইনাল খেলার স্বপ্ন কিংবা বিশ্বকাপের ট্রফিটা ছুঁয়ে দেখার অধরা স্বপ্ন ভক্তদের মনে বাসা বেধেছে।

স্বপ্ন পূরণের জন্য অবশ্যই থাকতে হবে সুনির্দিষ্ট গন্তব্য। লক্ষ্যটা স্বপ্নের মধ্যে নির্ধারণ করা উচিৎ যেন স্বপ্ন পূরণের তাড়না লক্ষ্যের কাছে পৌঁছে দেয়। গন্তব্য ছাড়া কখনোই সফলতার সোপানে আরোহণ করা সম্ভব নয়। বাংলাদেশ ক্রিকেট দলের লক্ষ্য ও স্বপ্ন এক সূত্রে গাঁথা। লক্ষ্যের দিকে মৃদু মৃদু পায়ে হেঁটে যেতে যেতে যেন দেখা হয় স্বপ্নের, উঁচিয়ে ধরা যায় শ্রেষ্ঠত্বের মুকুট।

ছোট ছোট সাফল্যে আত্মতৃপ্তির ঢেকুর না তুলে ক্ষুধার্ত হলে বড় সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়।বাঘ যদি অল্পতেই তৃপ্ত হয়ে যায় তার পক্ষে শিকার করা দুঃসাধ্য হয়ে যাবে বরং বাঘ যখন ক্ষুধার্ত হয়ে যায় তখন যেকোন মূল্যে শিকার করবেই। বাংলাদেশ দলকে অবশ্যই ক্ষুধার্ত হতে হবে যে তৃপ্তি মিটবে একমাত্র শিরোপা উল্লাসে।
সেমি ফাইনাল কিংবা ফাইনালিস্ট হওয়াতেই যদি পরিপূর্ণ তৃপ্তি নিহিত হয় তবে হয়তো শিরোপা খরা ঘুচবে না কয়েক যুগেও।
নিজেদের সীমাবদ্ধ, সক্ষমতা সবকিছুর ঊর্ধ্বে থাকা দরকার বিজয়ের তাড়না।মাইন্ড গেমে প্রতিপক্ষকে এগিয়ে দিয়ে মানসিকভাবে ভেঙে পড়লে হারার আগে হেরে যেতে হয়‌। প্রতিপক্ষের চেয়ে নিজেদের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য মুখ্য জয়ের পথে।

বাংলাদেশ ক্রিকেট এখন সোনালী সময় পার করছে। ইতিহাস স্মরণীয় করে রাখার জন্য অর্জনের বিকল্প রাস্তা নেই।অর্জন ছাড়া স্বীকৃতি মিলবে না, হারিয়ে যেতে হবে কালের পরিক্রমায়।ঠিক সেই লাইনের মত পদার্পণ শেষে ভুলে যায় সবাই উদ্ধারকারীর কথা তাই পদচারণা শেষে পদচিহ্ন এঁকে যেতে হবে।

তবে বাস্তবতা অনেকটা ভিন্ন, সেমিফাইনালে উত্তরণের পথ মোটেও সহজ নয় বরং দুর্ভেদ্য। পথে পথে সারি সারি কাঁটা বিছানো সব বাধা উপড়ে ফেলে তবেই ছুঁতে হবে স্বপ্নকে। বিগত বছরের সমীকরণ অনুযায়ী বলা যায়, নয়টি ম্যাচের ছয়টিতে জয় নিশ্চিত করতে পারলে বাধাহীনভাবে যেতে পারবে সেমিফাইনালে। কিন্তু কাজটা যথেষ্ট চ্যালেঞ্জের কারণ সেই পথে বাধা হবে শক্তিশালী দলগুলো যাদের বিরুদ্ধে হেড টু হেড খুব সুবিধাজনক নয়, তাছাড়া মাইন্ড গেমে বাংলাদেশ অনেকটা পিছিয়ে পড়ে। বাংলাদেশ সেমিফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মত যেকোনো চারটা শক্তিশালী দলকে পিছনে ফেলে নিজেদের জায়গা নিশ্চিত করতে হবে। অন্যান্য যেকোনো আসরের চেয়ে এ বছরের বিশ্বকাপ দলটা বেশ গোছানো। তারুণ্য এবং অভিজ্ঞতার এক দারুন মেলবন্ধন স্পষ্ট। তরুণ এবং অভিজ্ঞদের মাঝে সৃষ্ট দারুণ রসায়নে দলগত সাফল্যের পথ সুগম হতে পারে। প্রতিটি পজিশনেই তারা নিজেদেরকে প্রমাণ করে বিশ্বকাপ দলের টিকেট পেয়েছে। আক্ষেপ কিংবা বিতর্কের জায়গা হয়তোবা দেশসেরা ওপেনার তামিম ইকবালকে নিয়ে। তামিম ইকবালের মত অভিজ্ঞ একজন ওপেনার দলের জন্য অনেক বেশি কার্যকরী কিন্তু না থাকাটা দলের জন্য একটা ধাক্কা ও বটে। তবে তামিমের বিশ্বকাপ পরিসংখ্যান মোটেও তামিম সুলভ নয়। এই জায়গাটায় আশার আলো দেখাতে পারে তানজিদ তামিম, ওর দারুণ একাগ্রতা এবং ক্ষিপ্রতা রয়েছে। টপ অর্ডারে আরেক পরীক্ষিত সৈনিক নাজমুল হোসেন শান্ত দলের অন্যতম আস্থার প্রতীক। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের মত চৌকস খেলোয়াড় দলে আছে। আছে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের মত কমপ্লিট প্যাকেজ। ফিনিশিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদ হয়ে উঠতে পারেন দুর্দান্ত। প্রতিপক্ষকে ধ্বস নামানোর জন্য বাংলাদেশের স্পিন যথেষ্ট কার্যকরী , বর্তমান পেস অ্যাটাক ইতিহাসের অন্যতম সেরা পেস অ্যাটাক। ডেথ ওভারে মোস্তাফিজুর রহমান, নতুন বলে তাসকিন হাসানরা হয়ে উঠতে পারে বিধ্বংসী। তবে আত্মবিশ্বাসের ভাটা পড়তে পারে ইংল্যান্ড এবং আফগানিস্তান সিরিজের নেতিবাচক ফলাফল। সর্বশেষ এশিয়া কাপে ও খুব সুখকর ফল নিয়ে দেশে ফিরতে পারে নি। অবশ্য দলটা তখন পরীক্ষা-নিরীক্ষার যাতা করে পিষ্ট ছিল। সেই জায়গা থেকে বের হয়ে এখন একটা শক্তিশালী কার্যকরী একাদশ গঠনের মত অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকরী হবে মাইন্ড গেমে এগিয়ে থাকা। কারো চোখ রাঙানিকে না ভয় পেয়ে উল্টো চোখ রাঙানি দেখানো। প্রতিপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের আত্মবিশ্বাসের ফোয়ারা দেখানো, প্রতিপক্ষ বিবেচনায় হারার আগে হেরে না যাওয়া এবং শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া ইতিবাচক ফলাফল নির্ধারণে সহায়ক হতে পারে। সকল গ্লানি মুছে দলগতভাবে পারফরম্যান্স করুক, বুক চিতিয়ে লড়ে দেশের পতাকাকে উঁচিয়ে ধরে সাফল্যের চূড়ায় অধিষ্ঠিত হোক। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা বিশ্বকাপ আসল হোক এবং দুয়ারে হানা দেক সর্বোচ্চ সাফল্য।

লেখক: জুবায়েদ মোস্তফা
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।

252 Views

আরও পড়ুন

রাউজানে আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মা’দ্রাসার উদ্বোধন ও ছবক প্রদান অনুষ্ঠান

ইসলামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি

চকরিয়ায় হত্যাচেষ্টা মামলার আসামি আশেক গ্রেফতার

শান্তিগঞ্জে নাক-কান কাটা যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

জমি বিরোধের জের
চকরিয়ায় শালিসি বৈঠকে হামলায় গুরুতর আহত-২

খুটাখালী ঢাবিয়ান পরিবারের উদ্যেগে “শীতবস্ত্র” বিতরণ

মধ্যনগরে বি পি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ভস্মীভূত ৪ বসতঘর, ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি 

শান্তিগঞ্জে উদীচী’র দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি শ্যামল, সম্পাদক জয়ন্ত