ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

তথ্য সন্ত্রাস প্রতিরোধে আমাদের করণীয়

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৫ জুন ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ

Link Copied!

অধ্যাপক শামসুল হুদা লিটন:

বর্তমান বিশ্বে প্রতিটি দেশে বিশেষ করে তৃতীয় বিশ্বের মুসলিম দেশগুলোতে তথ্য সন্ত্রাস শব্দটি বহুল আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। আমাদের দেশে প্রতিনিয়ত তথ্য সন্ত্রাসের শিকার হচ্ছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, ধর্মীয় সংঘ, গণতান্ত্রিক রাজনৈতিক দল, নিরীহ জনগণ। এমনকি দেশ ও জাতি পর্যন্ত আধিপত্যবাদী শক্তির নানা ধরনের তথ্য সন্ত্রাসের শিকার।

তথ্য সন্ত্রাস নিয়ে আলোচনা করার আগে আসলে তথ্য সন্ত্রাস কী এ বিষয় নিয়ে স্পষ্ট ধারণা লাভ করা দরকার।
“তথ্য সন্ত্রাস” শব্দটি সাধারণত “সাইবার সন্ত্রাস” বা “তথ্য যুদ্ধ” এর একটি অংশ হিসাবে ব্যবহৃত হয়, যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সন্ত্রাস বা ভীতি সৃষ্টি করা হয়। এর মধ্যে ইন্টারনেটের মাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য ছড়ানো, বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর সাইবার হামলা অন্তর্ভুক্ত থাকতে পারে।
আরও বিস্তারিতভাবে, তথ্য সন্ত্রাস বলতে বোঝায়
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো।
সামাজিক মাধ্যম বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিকৃত তথ্য প্রচার করা, যা জনগণের মধ্যে ভয়, ঘৃণা, বা বিভ্রান্তি তৈরি করতে পারে।
গুরুত্বপূর্ণ তথ্য সিস্টেমে হামলা:
সরকারি বা বেসরকারি সংস্থার কম্পিউটার সিস্টেম হ্যাক করা, ডেটা চুরি করা, বা সিস্টেমগুলিকে অকার্যকর করে দেওয়া, যা জনজীবনে ব্যাঘাত ঘটাতে পারে।

অপপ্রচার এবং প্রোপাগান্ডা:
একটি নির্দিষ্ট রাজনৈতিক বা আদর্শিক দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার জন্য ইন্টারনেটে মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য প্রচার করা।
ভয় ও আতঙ্ক সৃষ্টি করা,
অনলাইনে হুমকি বা উস্কানিমূলক বার্তা ছড়িয়ে জনমনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করাই হলো তথ্য সন্ত্রাস।
তথ্য সন্ত্রাস একটি জটিল সমস্যা, যা বর্তমানে বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মোকাবিলা করার জন্য সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার করা, এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যম,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে তথ্য সন্ত্রাস সৃষ্টি করার নজির নতুন অহরহ। তথ্য সন্ত্রাসের শিকার হয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান যে ক্ষতির সম্মুখীন হয় তা পরবর্তীতে কখনো পূরণ করা সম্ভব হয়না।

বিখ্যাত আরবি কবি ইয়াকুব হামাদানী বলেছেন— “তলোয়ারের আঘাত সেরে যায়, কিন্তু জিহ্বার আঘাত কখনো সারে না।” ভাষা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। এর মাধ্যমে যেমন মানুষের মন জয় করা যায়, তেমনি কাউকে হেয় প্রতিপন্ন করাও সম্ভব। ইতিহাস সাক্ষী, প্রাচীনকাল থেকেই সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করতে শত্রুর বিরূদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এই অপপ্রচারের মাত্রা বহুগুণ বেড়ে গেছে। এখন মতামত প্রকাশ বা প্রচারের জন্য বড় কোনো কবি-সাহিত্যিক হওয়ার দরকার হয় না; একটিমাত্র স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ থাকলেই মুহূর্তের মধ্যে সত্য-মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমের উন্মুক্ত পরিবেশে সত্য-মিথ্যার যাচাই ছাড়াই যে কেউ যে কোনো তথ্য প্রচার করতে পারে। বিশেষ মহল এই সুযোগ কাজে লাগিয়ে সাদাকে কালো আর কালোকে সাদা বানিয়ে তুলতে উঠে-পড়ে লেগেছে। সবচেয়ে দুঃখজনক হলো, ইসলামপ্রিয় ব্যক্তিবর্গ—বিশেষ করে আলেম-ওলামা ও ইসলামী সংগঠনের নেতা-কর্মীরা তথ্য সন্ত্রাসের প্রধান শিকার হয়েছিল সবচেয়ে বেশি । বিগত ফ্যাসিবাদী আমলে ইসলামি নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপকভাবে পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে। গুম, খুন ও নির্যাতনের পাশাপাশি তথ্য সন্ত্রাসও চালানো হয়েছে।
মাদ্রাসার ছাত্র ও আলেম ওলামাদের ‘জঙ্গি’ হিসেবে চিত্রিত করা হয়েছে। এসব অপপ্রচারের ফলে অনেক সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, যা ইসলামপ্রিয়দের জন্য এক গভীর ষড়যন্ত্রের অংশ।

ইসলাম যাচাই-বাছাই ছাড়াই তথ্য প্রচারকে কঠোরভাবে নিষেধ করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
“কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তা যাচাই-বাছাই না করেই প্রচার করে।” (মুসলিম)
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
“তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে-শুনে সত্য গোপন করো না।” (সূরা আল-বাকারা, ২:৪২)

এছাড়াও, সূরা আল-হুজুরাতে বলা হয়েছে,
“হে ঈমানদারগণ, যদি কোন ফাসিক তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ আশঙ্কায় যে, তোমরা অজ্ঞতাবশত কোন কওমের ক্ষতি করে বসবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে।” (আল-হুজুরাত, ৪৯:৬)
তথ্য সন্ত্রাস প্রতিরোধ করা রাষ্ট্রের দায়িত্ব হলেও বাস্তবতা হলো, ইসলামি নেতৃত্বের বিরুদ্ধেই অপপ্রচার বেশি চালানো হয়। সবাইকে আরো বেশি সচেতন হতে হবে এবং এর বিরূদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ব্যাপারে করণীয় হলো, অভিজ্ঞ লোক দিয়ে ফ্যাক্ট-চেকিং টিম গঠন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই করতে একটি শক্তিশালী টেকনিক্যাল টিম গঠন করতে হবে।

যেকোনো অপপ্রচার বা মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করতে হবে।
সাধারণ মানুষকে বোঝাতে হবে যে, যাচাই ছাড়া কোনো সংবাদ প্রচার করা ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ।
সামাজিক যোগাযোগ মাধ্যম,রেডিও, টেলিভিশন, পেপার, পত্রিকায় সৎ ও আদর্শবাদী লোকজনের সম্পৃক্ততা বাড়াতে হবে।

তথ্য সন্ত্রাস শুধু একটি গোষ্ঠীর সমস্যা নয়; এটি পুরো সমাজের জন্য হুমকি। তাই সকলকে সচেতন হতে হবে। ইসলাম আমাদের শিক্ষা দেয়, সত্য-মিথ্যা যাচাই করা, ন্যায় প্রতিষ্ঠা করা এবং অন্যায় অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সঠিকভাবে তথ্য যাচাই করতে হবে। গুজব প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
যারা মিথ্যা ছড়ায় তাদের চিহ্নিত করতে হবে। যে সব মিডিয়া তথ্য সন্ত্রাস বিস্তারে জড়িত সে সব মিডিয়া বর্জন করতে হবে।
হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গঠন করতে হবে।
ইসলামি মূল্যবোধ, আইনের শাসন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হলে তথ্য সন্ত্রাস এমনিতেই কমে যাবে।

লেখক -অধ্যাপক শামসুল হুদা লিটন
সভাপতি, গাজীপুর জেলা সাংবাদিক ফোরাম।

133 Views

আরও পড়ুন

বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান

লাশের উপর নৃত্যঃ স্বপ্নের পথে কেনো রক্তের ছাপ?

শেরপুরে নালিতাবাড়ীতে পরিত্যক্ত ঘর ও পাহাড়ের ঢাল থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফে ইজিবাইকে মিললো১০হাজার ইয়াবা,আটক-২

সংসার সামলে হলেন বিসিএস ক্যাডার আরিফা

মণিপুরী মুসলিম শিক্ষার্থী সুমাইয়া এসএসসিতে জিপিএ-৫ ও মেধাবৃত্তিতে শীর্ষে

বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ

রেজভীর কৃতিত্ব: গোল্ডেন এ প্লাস পেলেন মণিপুরী মুসলিমের মেধাবী শিক্ষার্থী

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার