——————————————–
প্রতিটি মানুষ চায় সুস্থ সবলভাবে বেচে থাকতে।কিন্তু চাওয়া সত্তেও তা হয়ে উঠেনা।অসুস্থ কিংবা কোন সমস্যা দেখা দিলে মানুষ ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যায়।ডাক্তার মহোদয়গণ যখন রোগী দেখে ঔষধের পেসক্রিপশন (ব্যবস্থাপত্র) লেখে দেন, তখন সে পেসক্রিপশন নিয়ে লোকজন ফার্মেসিতে ঔষধ নিতে যায়।আর কিছু ডাক্তাররা পেসক্রিপশনে ঔষধের নাম স্পষ্ট করে না লেখে এমন ভাবে লেখেন যা শত চেষ্টার পরও ভালোভাবে বুঝা যায় না। এর ফলে অনেক সময় একটির জায়গায় অন্য ঔষধ দিয়ে দেওয়া হয়,যা পরবর্তীতে রোগীর মারাত্মক ক্ষতি সাধন করে। ২০০৬ সালে আমেরিকার ইনস্টিটিউট অব মেডিসিন (আইওএম) এর এক প্রতিবেদন থেকে জানা যায়, “প্রেসক্রিপশনে চিকিৎসকদের হাতের লেখা বুঝতে না পারার কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ৭ হাজার রোগীর মৃত্যু হয়”। তাই ডাক্তার মহোদয়গনের কাছে আবেদন থাকবে তারা প্রেসক্রিপশনের লেখাগুলো যেন সু-স্পষ্ট করে লেখেন যাতে মানুষকে এটা নিয়ে ভোগান্তি পোহাতে না হয়।
মো:ইলিয়াছ হোসাইন
শিক্ষর্থী,ঢাকা কলেজ,ঢাকা।