ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুনe ২০২৫
  1. সর্বশেষ

আধুনিক মাজার ব্যবসা!!

প্রতিবেদক
নিউজ ভিশন
১৪ অক্টোবর ২০১৯, ৩:৩৬ পূর্বাহ্ণ

Link Copied!

———-
পৃথিবী আধুনিকায়ন হয়েছে। মানুষগুলোও হয়েছে সভ্য। তারই সাথে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের চিন্তা-চেতনা নিয়ে আলোকপাত। কিভাবে মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা যায়, তা যেন ট্রেনিং করানো হয় মাজারের খাদেমদের।

হ্যাঁ! হযরত শাহ্‌ জালাল ইয়েমেনী (রাঃ) এর মাজারের কথাই বলছি।পবিত্র ভূমি বলে খ্যাত সিলেট। সিলেট শহরের আম্বরখানা মোর থেকে একটু এগোলেই এই মাজার, মাজারে প্রবেশ পথে ভিক্ষুকের অভাব নেই। দূরদূরান্ত থেকে লোকজন আসে, তাদের কাছে হাত পাতলেই তারা প্রথম অবস্থায় কিছু দেবে, দেখা যায় একের পর এক ভিক্ষুকদের সিরিয়্যাল বেড়েই চলে।
যত আগাবেন ততই এই সিরিয়্যাল দীর্ঘ হবে।

তাদের যদি বলা হয় ভিক্ষা করেন কেন, কাজ দিলে করবেন?
উত্তর হলো “আপনি ভিক্ষা দিবেন নাহ, নাই। কাজের কথা কেন বলেন? আপনি না দেন অন্য জন দিবে। কাজ করে কি পাবো, কত পাবো?” এই রকম বিব্রতকর প্রশ্ন ছুড়ে দেয় তারা।

এত গেল বাহিরের চিত্র। ভেতরে ঢোকার পরের চিত্র কি বলে বর্ণনা করা যায়, তার ভাষা আসলে জানা নেই। যদি পৃথিবীর নামিদামী সাইকোলজিষ্টরাও এই অবস্থার সম্মুখীন হন তবে তারাও ঐ লোকদের কাছে হেরে যাবেন।
হযরত শাহ্‌ জালাল ইয়েমেনী (রাঃ) এর কবর জিয়ারত করতে ঢোকার সময় কিছু খাদেম আছে, যারা আগন্তুকদের উদ্দেশ্য করে বলতে থাকে,”মাজারে আসছেন, জিয়ারতের আগে কিছু দান করে যান।” আপনি তাদের কথা উপেক্ষা করে যত পা এগোবেন, তাদের বলার ধরন ও ততটাই পরিবর্তন হতে থাকে। তাদের কথা শুনলে মনে হবে দান না করাটাও একটা পাপ কাজ। যার ইচ্ছে দান করবে,যার ইচ্ছে করবে নাহ। প্রায় আধা ঘন্টা ধরে তাদের এই রকম দান নিয়ে ব্রেনওয়াশ দেখলাম।
আর তখন আমার মনে পড়তেছিল সৈয়দ ওয়ালিউল্লার লিখা “লালসালু ” উপন্যাসের কথা। মনে হচ্ছিল মজিদও তাদের থেকে ভালো ছিল।আধুনিকতার সাথে তাল মিলিয়ে মাজার ব্যবসা ও আধুনিকায়ন হয়েছে।
—————
কে.এস সবুজ বেপারী
শিক্ষার্থী,ঢাকা বিশ্ববিদ্যাল।

288 Views

আরও পড়ুন

টেকনাফে মাদক মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের ইন্তিকাল
ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল বাতিঘরের চিরপ্রস্থান

রোজার সময় তুষার আমাকে আপত্তিকর কথাটি বলে: নীলা ইসরাফিল

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত রাজনৈতিক দলগুলো

ইসরায়েলকে হুঁশিয়ারি : ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ: শবনম ফারিয়া

ইসলামের রাষ্ট্রীয় ভিত্তি গড়ে ওঠা পবিত্র শহর

২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করল সৌদি আরব

নাফনদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারকালে১লাখ২০হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

সন্ধান মিলছে না মাদ্রাসা শিক্ষার্থী লাবিবের

বরকলে বাহাদুর খাঁন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ইছালে ছাওয়াব মাহফিল

মৌলভীবাজার জামায়াতের সাবেক আমীরের ইন্তিকালে ডা. শফিকুর রহমানের শোকবার্তা