হাছান মাহমুদ সুজন,কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার-২৮শে ফেব্রুয়ারী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মুহাম্মদ হেলাল চৌধূরীর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়।
অনুষ্টিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষেদর ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আখতার বিউটি, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জালাল উদ্দিন,আলী আকবর ড়েইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা,উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম.শাহরিয়ার চৌধূরী, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান জালাল আহমদ,দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরী, জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম.হাছান কুতুবী ও কোস্টগার্ড প্রতিনিধি।
এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আর.এম.ও.) ডা.রেজাউল হাছান, অধ্যক্ষ নুরুল আলম,কুতুবদিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান নিজামী,লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, বড়ঘোপ ইউপি প্যানেল চেয়ারম্যান জিয়াউল হক জিয়াসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
দ্বীপের চতূর্দিকে সমুদ্র তীরবর্তী পয়েন্ট হতে প্রতিনিয়ত ড্রেজার দিয়ে বড় বড় টেঙ্কারের মাধ্যমে প্রচুর পরিমাণ বালি লুট করে নিয়ে যাচ্ছে। কতিপয় বালি উত্তোলনকারী সিন্ডিকেট চক্র কুতুবদিয়ার আশপাশের উপজেলা সমূহে উৎসবমূখর হয়ে বালি নিয়ে যাওয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে দ্বীপ উপজেলা কুতুবদিয়া। তাই অনৈতিকভাবে বালি লুটতরাজ বন্ধের বিশেষ অংশ হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মুহাম্মদ হেলাল চৌধূরী বিগত কয়েকদিন আগে সাহসিকতার সহিত ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দু’টি ড্রেজারের মালিককে দু’লাখ টাকা জরিমানা করার খবরে জনমনে স্বস্তি ফিরেছে দ্বীপবাসীর মাঝে।
সমূদ্র বেষ্টিত দ্বীপ উপজেলা কুতুবদিয়াকে রক্ষার জন্য অনুষ্টিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত বক্তারা বালি লুট বন্ধের জোরালো দাবী জানান।
সভায় আইন-শৃঙ্খলার পরিবেশের প্রতি সন্তোষ প্রকাশ করে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে সন্ত্রাসীরা যেন দ্বীপের কোন জায়গায় মাথাছড়া না দিতে পারে, সেক্ষেত্রে সবাইকে সজাগ থাকার আহবান জানানো হয়।