রাহাদ হাসান মুন্না, তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন সংলগ্ন মাটিয়ান হাওরের বোর ফসল রক্ষা আফর বেরীবাঁধের কাজ উদ্ধেধন করা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩০ মিনিটে (৭২) নং পিআইসি’র বাঁধের কাজ শুরু করা হয়।,
এসময় উপস্থিত ছিলেন,প্রকল্পের পিআইসি সভাপতি আইনুদ্দিন বিশ্বাস,সদস্য সচিব বাচ্চু মিয়া,সদস্য রফিকুল ইসলাম,মইনুল মিয়া,লালসাদ মিয়া।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দক্ষিণ বড়দলের ইউপি সদস্য আলহাজ্ব সাইফুল ইসলাম,ইউনিয়নের আওয়ামীলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক ফজলুল হক,ওয়ার্ড সভাপতি নুর ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ প্রমুখ সহ স্থনীয় কৃষকগন উপস্থিত ছিলেন।,
জানাগেছে,আলমখাঁলি বাঁধের উত্তর পাশ থেকে শুরু করে পার্শবর্তী কাউকান্দি গ্রামের হোসেন মিয়ার বাড়ির সীমানা হতে এই বাঁধের কাজ করা হবে।