সালাহ উদ্দিন সালাম :
গত বুধবার সৌদি আরবে মদিনার মনোয়ারায় সোফা কারখানায় আগুন লেগে আট বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল এসিস্ট্যান্ট মোহাম্মদ মহসিন হোসেন।
আট বাংলাদেশির মধ্যে রয়েছেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার দক্ষিণ সুখ ছড়ির শাম্বির পাড়ার সুলতান আহমেদের দুই ছেলে মিজান ও আরাফত।
বাকি ছয় জন কক্সবাজারের, এর মধ্যে মহেশখালীর দুই জন, টেকনাফের তিন জন ও রামুর একজন রয়েছে বলে জানা যায়। মহেশখালীর নিহত দুইজনই কুতুবজুমের ঘটিভাংগার ডেম্বুনি পাড়ার বাসিন্দা আব্দুল আজিজ ও ইসহাক যদিও ইসহাক এখনো নিখোঁজ, রফিক নামের একই এলাকার একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যায়,প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে অতিমাত্রায় দগ্ধ হওয়ায় এখনো অনেকে পরিচয় নিশ্চিত করা যায়নি।
বাংলাদেশ দূতাবাস জানান, কি কারণে সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয় তা এখনো জানা।যায়নি তবে ঘটনা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে।
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট | রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com