ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

মহেশখালীর করোনা যুদ্ধের অগ্রসৈনিকদের কথা। মুনির বিন সোলতান

প্রতিবেদক
নিউজ ভিশন
২ মে ২০২০, ৪:৩৫ অপরাহ্ণ

Link Copied!

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাব যখন আমাদের প্রিয় মাতৃভূমিতে শুরু হচ্ছে তখন উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনায় মহেশখালীতে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা, মহেশখালীর ভূমিপুত্র ডা.মোঃমাহফুজুল হক জরূরী সভা করে সকল কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিলেন যার যার অবস্থানে সর্বোচ্চ সতর্ক থেকে দেশ ও মানুষের সেবায় কাজ করার জন্য৷ যে যুদ্ধে কেউ কারো নয় সে যুদ্ধে মাঠে নামলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিম৷ সে অনুযায়ী মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা বিদেশ থেকে আসা প্রবাসীদের তালিকা তৈরী ও হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে কাজ শুরু করলেন৷ এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির জরূরী সভা আহবান করলেন মাননীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপির সভাপতিত্বে৷ উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনায় আবার শুরু হল মহেশখালীর বাহির থেকে যারা আসছেন তাদের তালিকা তৈরী ও হোম কোয়ারান্টাইন নিশ্চিত করার৷ ডা.মাহফুজুল হক সকল কর্মকর্তা কর্মচারীদের উদ্ধুদ্ধ করলেন, অফিস সময় ২.৩০মিনিট পর্যন্ত হলেও রাত ০৮টা পর্যন্ত অফিসেই অবস্থান করে সহকর্মী ও কর্মচারীদের অনুপ্রেরনা ও সাহস যোগাতে লাগলেন প্রতিনিয়ত৷ গঠন হল মেডিকেল টিম, বাড়ী বাড়ী গিয়ে সন্দেহ জনক ও বাহির থেকে আগতদের নমূনা সংগ্রহ শুরু হল৷ এই টিমের প্রধান মেডিকল অফিসার রোগ নিয়ন্ত্রন জনাব ডা.এস.এম আশরাফুজ্জামান, সদস্য ল্যাব টেকনোলজিষ্ট শেখ আব্দুল হালিম, মেডিকেল টেকনোলজিষ্ট নুরুল আলম হেলালী ও স্ব স্ব ওয়ার্ডের স্বাস্থ্য সহকারীরা দায়িত্বরত ওয়ার্ডে সদস্য হিসেবে থাকবেন৷ শুরু হল ভয়কে জয় করে সন্দেহজনক করোনা আক্রান্তদের নমূনা সংগ্রহ অভিযান৷ মেডিকেল ঠিমের সদস্যরা একদিন একেক ইউনিয়নে ঘুরে নমুনা সংগ্রহ করা শুরু করলেন৷ নমূনা সংগ্রহের কারনে মেডিকেল টিমের সদস্যরা থাকতে লাগলেন হাসপাতালে,পরিবার স্বজন ছেড়ে দেশের ত্বরে তাদের একা থাকাটাই শ্রেয়, ঠিকমত খাওয়া দাওয়া করতে না পারলেও পিছিয়ে যায়নি করোনা যুদ্ধ থেকে৷ এই পর্যন্ত প্রায় ২০০জনের কাছাকাছি নমূনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে পরীক্ষা নিশ্চিত করেছেন এই মেডিকেল টিম৷ বসে নেই আবাসিক মেডিকেল অফিসার ডা.শান্তনু ঘোষ, মেডিকেল অফিসার,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, নার্স সহ কর্মচারীদের নিয়ে যোগ্য সহযোগীর মত সামাল দিয়ে যাচ্ছেন ইমার্জেন্সি,শিশু ওয়ার্ড, প্রসুতী ওয়ার্ড, পুরুষ ও মহিলা ওয়ার্ড৷ চলছে করোনা যুদ্ধ, দেশ ও দেশের জনগণের ত্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম ওয়ার্ক চলমান ডা.মাহফুজুল হকের নেতৃত্বে৷ ঘরে থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজনদের নিরাপদ রাখুন, আপনাদের জন্যই জীবন বাঁজী রেখে আমরা হাসপাতালে ও মাঠে আছি৷

লিখেছেন-
মুনির বিন সোলতান
স্বাস্থ্য সহকারী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মহেশখালী, কক্সবাজার।

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস