আজিজুল হক আজু,উপকুলীয় প্রতিনিধি:
মাতারবাড়ী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড(মগডেইল) বাজারের বেহাল দশা। অত্র বাজারের দোকানদারিরা মসজিদ রোডকে বানিয়েছেন আবর্জনার স্তূপ।
সচেতন মহল বলছে,বাজার কমিটি না থাকায় বেপরোয়া বাজার ব্যবসায়ীরা।
সচেতন মহলের দাবি, দ্রুত এসব সমস্যার সমাধান করা জরুরী অন্যতায় স্বাস্থ্য সুরক্ষা অবনতি হলে মানুষের বিভিন্ন রোগ বালাই আক্রমন করতে পারে।
এলাকার মুরুব্বি ধর্মপ্রাণ মুসল্লীগণ এর ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। সেই সাথে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ উল্লাহর প্রতি আহবান জানান,যেন দ্রুত অত্র বাজারের সুন্দর মনোরম পরিবেশ ফিরিয়ে আনতে তিনি কার্যকর ভুমিকা রাখেন।