ছাতক প্রতিনিধি::
ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভুইগাঁও গ্রামের বাসিন্ধা জসিম উদ্দীন উচ্চ শিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্য গমণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৬ ফেব্রুরারি, শুক্রবার ) বিকাল সন্ধ্যায় ভুইগাঁওস্থ মুহিব মেম্বারের বাড়িতে এঅনুষ্ঠান আয়োজন করে ভুইগাঁও গ্রামবাসী।
বীরমুক্তিযোদ্বা তালেব আলী’র সভাপতিত্বে ও ছাত্রনেতা সুলেমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্টানে দক্ষিণ খুরমা ইউপি যুবদলের আহবায়ক অলিউর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব।
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্বা ইদ্রিস আলী, বিএনপি নেতা রশক আলী, আজিজুর রহমান (মেম্বার), যুবদল নেতা আব্দুল মজিদ, সেচ্ছাসেবক দলনেতা নিজাম উদ্দীন, রহিদ আলী, ইউনিয়ন যুদলের আহবায়ক অলিউর রহমান, আবু সাঈদ খাঁন, ছাত্রদল নেতা রাহেল মিয়া, আশিক আহমদ, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ, আতিকুর রহমানসহ প্রমুখ।
বিদায়ী বক্তব্য প্রদানের পরে উপস্থিত অতিথিবৃন্দ জসিম উদ্দীন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।##