আরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার :
কাজের তাগিদে নিজ জুমে যাওয়ার সময় ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়েছে মাংলিও ম্রো (১০) পিং রিংরাও ম্রো ও য়্যংওয়াই ম্রো (কারবারি)সহ ৩জন। আহতরা বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের চিম্বুক পাড়ার বাসিন্দা।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সকালে টংকাবতী ইউনিয়নের চিম্বুক পাড়ার ১৮ মাইল নামক স্থানে ঘটনাটি ঘটে।
টংকাবতী ইউপি চেয়ারম্যান প্লুকান ম্রো জানান, ভোরে নিজ কাজে জুমে যাওয়ার সময় ভাল্লুক আক্রমণ করলে চিম্বুক পাড়ার গ্রাম প্রধান (কারবারী) সহ ৩ জন গুরুত্বর ভাবে আহত হয়।
বান্দরবান ব্রিগেডের জি টু আই মেজর মোয়াজ্জেম জানান, আশংকাজনক অবস্থায় আহতদের বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রামে রেফার করে। কিন্তু আর্থিক সংকটের কারণে সেনাবাহিনীর শরণাপন্ন হলে বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মেজর জেনারেল জিয়াউল হকের নির্দেশক্রমে বান্দরবান ৭ ফিল্ড এম্বুলেন্স প্রাথমিক চিকিৎসা শেষে হেলিযোগে চট্রগ্রামে পাঠানো হয়।