জাহিদুল ইসলাম পলাশ,ঝালকাঠি থেকে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে ঝালকাঠিতে শোক সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ৪ টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। এতে অংশ নেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর থানা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সাজু ও ছাত্রদল নেতা কেশব সুমনসহ আরো অনেকে।