ভেজাল
ভেজাল খাদ্য
ভেজাল বিদ্যা
আমরা এসব ই জানাই নিন্দা।
এখানেই শেষ নয়।
আরও আছে ভাই-
ভেজাল যানবাহন
ভেজাল রাস্তা
জীবন কি এতই সস্তা?
আমরা সাধারণ মানুষ কোথায় যাবো?
যাওয়ার জায়গা নাই।
ওষুধ ভেজাল
পোশাক ভেজাল
মাকে বলি সেবার নামে দেয় ধোকা!
মা বলে এসব কি বুঝি রে খোকা?
ভেজাল ডাক্তার,
ভেজাল ইঞ্জিনিয়ার,
আবার ভেজাল যত সব পন্য
এসব খেয়ে ই আমরা হয় ধন্য।
বাজারে যায় এক বস্তা টাকা নিয়ে
ফিরি দুটো সবজি নিয়ে ।
মাছ মাংসের যে দাম,
আজ না হয় ওসব কথা থাক।
শারমিন মীম
ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।