মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল এর শুভ উদ্ভোধন করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্মিত নতুন ২ টি ভবনের শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি সুনজিত কুমার চন্দ, জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল এর প্রতিষ্ঠাতা সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, শান্তিগঞ্জে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবু খালেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, জেলা প্রশাসন হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান রুবেল, সমাজসেবক মাহমুদুল হাছান তারেক,পাগলা বাজারের ব্যবসায়ী দুদু মিয়া,বিএনপি নেতা আঙ্গুর মিয়া, নাজির মোঃ আবু বকর সিদ্দিক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সদস্য মোঃ ফরহাদ আহমদ ফয়সল সহ হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, সুশীল সমাজের লোকজন ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ডিসেম্বরে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল এর প্রতিষ্ঠা ও অস্হায়ীভাবে একটি ভবনে শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০২৫ সালেই উক্ত নির্মাণাধীন ভবনের কার্যক্রম দ্রুত গতিতে সম্পাদন করে স্হায়ী ভবনটিতে শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।