ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

মোয়াজ্জেম ছদ্মবেশী হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম
কক্সবাজার জেলার রামু থানার কাউয়ারখোপ এলাকায় সংঘটিত নৃশংস হত্যা ও গরু ডাকাতি মামলার মূল হত্যাকারী, মসজিদের মুয়াজ্জিন ছদ্মবেশী ইকবাল হোসেন (২২) কে চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
গত ০৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ডাকাত জাহিদ ও তার সহযোগীরা কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার কাছে স্থানীয় লোকজনের কোরবানির গরু ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে পারভেজ (১৭) নামে এক কিশোর নিহত হয়। ঘটনাটি কক্সবাজারসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে নিহতের পিতা বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে কক্সবাজার র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি চৌকস দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানা যায়, মামলার এজাহারভুক্ত ২নং আসামি ইকবাল হোসেন মসজিদের মুয়াজ্জিনের ছদ্মবেশে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার সরল ইউনিয়নের হাজীরখিল এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে গত ২১ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ ভোরে র‌্যাব-১৫ এর দলটি সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল স্বীকার করে যে, সে ডাকাত জাহিদের দলের সক্রিয় সদস্য। সে জানায়, জাহিদের নির্দেশে আহমদ হোসেন (৫৫) ও সালাউদ্দিন পারভেজ (১৭) সহ স্থানীয়দের ওপর দেশীয় অস্ত্র, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। একপর্যায়ে জাহিদ ও ইকবাল মিলে সালাউদ্দিন পারভেজকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং গরুগুলো ছিনিয়ে নিয়ে যায়। এতে সালাউদ্দিন পারভেজ ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রেফতারকৃত আসামির পরিচয়: নাম: ইকবাল হোসেন (২২) পিতা: মৃত হোসেন গ্রাম: গাছুয়াপাড়া, ০৭ নং ওয়ার্ড, কাউয়ারখোপ ইউনিয়ন থানা: রামু, জেলা: কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
— র‌্যাব-১৫, কক্সবাজার সদর ব্যাটালিয়ন

32 Views

আরও পড়ুন

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ।।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থীতা চেয়ে মতবিনিময় সভায় অংশ নিলেন এম এ মালেক খান

শান্তিগঞ্জে সুবিপ্রবি’র স্হায়ী ক্যাম্পাস দ্রত বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা

শান্তিগঞ্জে বসত বাড়ী জোর দখলের অভিযোগে পরিদর্শনে মানবাধিকার চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান

ফেনীর ফাজিলপুরে মহিলা জামায়াতের কুরআন তালিমে হামলার অভিযোগ।

জনগণ জেগে উঠেছে, আসছে ন্যায়-ইনসাফের বাংলাদেশ”—চকরিয়ায় ড. হামিদ আজাদ

আ.লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত : বুলু

মিঠাপুকুরে বিএনপি কর্মী আশিকুর রহমান লিমনের জামায়তে যোগদান

দোয়ারাবাজারে বিএনপি নেতা মামুন মিয়ার সংবাদ সম্মেলন

দোয়ারাবাজারে বিএনপি নেতা মামুন মিয়ার সংবাদ সম্মেলন

শিক্ষকদের ন্যায্য আন্দোলনের প্রতি দোয়ারাবাজারে শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, স্মারক লিপি প্রদান

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ঘেরাও