ঢাকাবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

মিম ও লিমনের ইংরেজি শেখানোর যাত্রা

প্রতিবেদক
নিউজ এডিটর
১৩ জুলাই ২০২৩, ১:১১ পূর্বাহ্ণ

Link Copied!

–শাহরিয়ার নাবিল।

আজকাল ইংরেজি শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। আজ ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। হোক চাকরি, ব্যবসা, উচ্চশিক্ষা বা অন্য কিছু যাই হোক না কেন, ইংরেজির আধিপত্য ব্যাপক। ফেসবুক এবং ইউটিউবের মতো প্রতিটি সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ এটি বিভিন্ন উপায়ে শেখানোর চেষ্টা করছে।

আর এরই ধারাবাহিকতায় তরুণ শিক্ষক দম্পতি লিমন হাসান ও নূরে জান্নাত মীম ফেসবুক ও ইউটিউব ব্যবহার করে অত্যন্ত সুন্দর, সহজ ও উৎসাহী ভাষায় ইংরেজিকে উপস্থাপনা করছেন। লিমন হাসানের ‘ইংরেজি বাজ’ এবং নূরে জান্নাত মীমের ‘১ মিনিট ইংলিশ উইথ মীম’ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তারা ইংরেজির জটিলতা ব্যাখ্যা করে দ্রুত ইংরেজি বলার কৌশল সহ সারা বাংলাদেশে বিনামূল্যে ইংরেজির পাঠ ছড়িয়ে দিচ্ছে। অনুশীলন করা পদ্ধতি ইত্যাদি তাদের কাছ থেকে দেশের হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা নিচ্ছে।

যদিও তারা উভয়েই বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেছে, তারা তাদের প্ল্যাটফর্মগুলিকে এখন ‘লিঙ্গুয়াল একাডেমি’ নামে একত্রিত করেছে। আরও যোগ করার জন্য, তারা দুজনই সহ-প্রতিষ্ঠাতা এবং পৃথকভাবে লিমন হাসান একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এবং নূরে জান্নাত মীম একাডেমির সিইও। সহজে ইংরেজি শেখানোর লক্ষ্যে তারা এখন তাদের প্ল্যাটফর্ম লিঙ্গুয়াল একাডেমিতে একসঙ্গে কাজ করছে।

লিমন ও মিম দুজনেই বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নিয়ে পড়াশোনা করছেন। সেখানে তারা তাদের স্বপ্নের দিকে অগ্রসর হতে শুরু করে। মানুষ তাদের প্রতিষ্ঠান ” লিঙ্গুয়াল একাডেমি” এবং তাদের পরিকল্পনার প্রশংসা করছে। কিন্তু এবার লিমন ও মীম তাদের শিক্ষকতা যাত্রাকে নিয়ে গেছেন ভিন্ন মাত্রায়। সম্প্রতি লিমন হাসান ‘গ্রামালগি’ নামে একটি বই লিখেছেন। বইটি অন্য সব বই থেকে আলাদা কারণ এই বইটির মাধ্যমে পাঠক সহজেই এবং সুন্দরভাবে ইংরেজি ব্যাকরণ শিখতে পারবেন।

নূর জান্নাত মীম এবারের বইমেলায় “শুরু থেকে স্পোকেন ইংলিশ” নামে একটি বই লিখেছেন যেখানে মানুষ প্রাথমিক স্তর থেকে সহজে কথ্য ইংরেজি শিখতে পারবে। এই বইগুলো রকমারি ডট কম এ পাওয়া যাচ্ছে। তাদের দুজনের লেখা এই দুটি বই পাওয়া যাচ্ছে এই বইমেলায়। এই বইগুলি মানুষের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং তাদের দ্বারা অনেক প্রশংসা করা হয়েছে। এই দুটি বই ‘মাতৃভাষা প্রকাশ’ থেকে প্রকাশিত হয়েছে। বর্তমানে তাদের লেখা বইগুলো বেস্ট সেলার তালিকায় রয়েছে।

682 Views

আরও পড়ুন

ড্রপ এ তামাক বিরোধী ক্যাম্পেইনে তরুণ প্রতিনিধিদের অ্যাডভোকেসি বিষয়ক ২য় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি তরুণ লেখক ফোরামের নেতৃত্বে জুবায়েদ-মীম

ড.রেজাউল কবির লোহাগাড়া বার আউলিয়া কলেজের সভাপতি মনোনীত

ঘুমধুমে কাঠ বোঝাই টলি উল্টে নিহত এক, আহত ২ !! 

শান্তিগঞ্জে আল-ইসলাহ ও তালামিযের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন

কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মৌলভীবাজার এলাকা থেকে গ্রেফতার

শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত

বুটেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো সীরাত আলোচনা এবং ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা

টেকনাফে১০কেজি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

আলো সাংস্কৃতিক সংসদ’র সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান

ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে দাঁড়ালো জাবি পরিসংখ্যান অ্যালামনাই অ্যাসোসিয়েশন

১৭টি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত- ডা: শফিকুর রহমান