ঢাবি প্রতিনিধি:
বাংলাদেশ ওয়ানডে দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিদায়ী ম্যাচে টিএসসিতে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু।
আজ (৬ মার্চ) দুপুর দুইটার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটি বড় পর্দায় দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর।
শাকিল আহমেদ তানভীর বলেন, ক্যাপ্টেন ম্যাস আমাদের তরুন সমাজের কাছে আবেগের নাম। ক্রিকেটের আড্ডা মানেই ক্যাপ্টেনের নাম, ক্যাপ্টেনের গল্প। আমাদের তরুনের কাছে সারাজীবনের ক্যাপ্টেন। আজ ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সির বিদায়ের শেষ খেলা। আজকের খেলার তরুনদের নয়ন জুড়ে থাকবে ক্যাপ্টেনের দিকে। তাই, ক্যাপ্টেনের প্রতি নিজের আবেগের জায়গায় রেখে, আজকের খেলা কে আরো উপভোগ্য ও সুন্দরকরে রাখতে ডাকসুর উদ্যোগে টি এস সি তে এলইডি বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, মাশরাফি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩৬টি টেস্ট, ২১৯টি ওয়ানডে এবং ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।