ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

মহেশখালীতে পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম আসামি রবিউল গ্রেফতার করেছে র‍্যাব-১৫

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ১২:০১ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম
কক্সবাজার জেলার মহেশখালীতে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের হওয়া পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম আসামি রবিউলকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।
রবিবার (০৬ অক্টোবর ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকস দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া থানাধীন একতা বাজার এলাকা থেকে রবিউলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ২টি ব্যাংকের চেক ও ১টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রবিউলের বিস্তারিত পরিচয়: নাম: মো. রবিউল (৩০) পিতা: জাফর আলম ঠিকানা: সিকদার পাড়া, ০১ নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি, মহেশখালী, কক্সবাজার।
র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংঘঠনের সদস্য ও ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত আব্দুল্লাহ আল কাইয়ুম তার নেতৃত্বে সরকারবিরোধী মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাইয়ুমকে গ্রেফতার করে।
কিন্তু পুলিশ যখন গ্রেফতারকৃত আসামিকে নিয়ে নতুন বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছায়, তখন আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ১৫ জন নামীয় আসামি ও আরও ২০-২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পুলিশের গাড়ি আটকে হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং হামলাকারীরা জোরপূর্বক কাইয়ুমকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর র‍্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং এরই ধারাবাহিকতায় রবিউলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ