আবুল কাশেম -মহেশখালী।
মহেশখালী বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজের প্রভাষক(ম্যানেজমেন্ট)মাহবুবুর রহমানকে গতকাল হোয়ানক এলাকা থেকে অপহরণ করে পাহাড়ে তুলে হত্যার চেষ্টা করা হয়।
এ সময় তাকে হত্যার উদ্দেশ্য মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
হত্যার উদ্দেশ্যে পাহাড়ে তুলে নেওয়ার চেষ্টা করা হলে খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়।
শরীরের বিভিন্ন স্থানে জখম থাকায় তাকে ককসবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহবুবর রহমান হোয়ানক ইউনিয়ন ০৫নং ওয়ার্ডের বড় ছড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
অপহরণকারী ওসমান(৩৫)এলাকার চিহ্নিত একজন সন্ত্রাস। তার নেতৃত্বে একদল সন্ত্রাস তাকে হোয়ানক এলাকা থেকে অপহরণ করে পাহাড়ে তুলে হত্যার চেষ্টা করা হয়।
পরে ঘটনা জানাজানি হলে সন্ত্রাসী ওসমান জানান মাহবুবের সাথে জমি সংক্রান্ত মতবিরোধ রয়েছে।
মাহবুব কলেজ শিক্ষক ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক হিমছড়ি পত্রিকার স্টাফ রিপোর্টার।
আহত সাংবাদিক মাহবুবকে দেখতে হাসপাতালে যান দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি কামাল হোসেন আজাদের নেতৃত্বে সাংবাদিক ইউনিয়নের একটি টিম।
সাংবাদিক নেতৃবৃন্দ সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবী করেন।
খবর পেয়ে আহত কলেজ শিক্ষক ও সাংবাদিক মাহবুবকে দেখতে আরো ছুটে যান নিউজ ভিশন সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম।
তারা অপহরণকারী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।।