প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিবৃতি দিয়েছে তরুণ কলাম লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সাজিদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থী হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। এই ঘটনায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে এবং সে সাথে আমরা গভীরভাবে শোকাহত।
বিবৃতিতে বলা হয়, সমগ্র ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব। আবরার হত্যা প্রমান করে যে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পুর্ন ব্যার্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়- বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বুয়েট ক্যাম্পাসসহ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং আবরার হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।
——-
আমজাদ হোসাইন হৃদয়,ঢাবি :