ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে চবিতে বিশ্ব ফিলোসোফি উৎসব উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ

Link Copied!

চবি প্রতিনিধি
বিশ্ব দর্শন দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ এবং চিটাগং ইউনিভার্সিটি ফিলোসোফি ক্লাবের (সিইউপিসি) যৌথ উদ্যােগে

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ‘ন্যায়বিচারের দর্শন: বৈষম্য বিরোধীনীতি’ প্রতিপাদ্যে দিনব্যাপী ফিলোসোফি উৎসব উদযাপিত হয়। সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর চবি উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, মানবজীবনের যত পরিবর্তন হয়েছে সকল পরিবর্তনের পিছনে যে মৌল দর্শন বা চিন্তা ছিল সেটাই দার্শনিকদের চিন্তা থেকে এসেছে। আর এ দর্শন বা চিন্তা শুধু একাডেমিক বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে উঠুক। আপনাদের সকলের চিন্তার জগতকে আরও অবারিত করুন। বাংলাদেশের সকল সমস্যা সমাধানে এ দর্শন বা দার্শনিকদের ভুমিকা রাখা উচিত। বাংলাদেশকে অনন্য পর্যায়ে পৌঁছাতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও দর্শন বিভাগের শিক্ষক ‎প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। দর্শন বিভাগের সভাপতি প্রফেসর ড. এফ.এম. এনায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের শিক্ষক প্রফেসর ড. নূসরত জাহান কাজল, প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, প্রফেসর ড. মো. কোরবান আলী, প্রফেসর ড. আকিকুল হক, প্রফেসর ‎ড. মাসুম আহমেদ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, সামসুন নাহার মিতুল, ড. শিরিন আকতার, মিজানুর রহমান, ‎সহকারী অধ্যাপক জওশন আরা জলি, মো. রোমান মিয়া, শাহ জুলকার নাঈন, প্রভাষক মো. মীর হোসেন মজুমদার, আহাসানুল্লাহ রাফি, বাপ্পারাজ হাওলাদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ‎চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহীম হোসেন রনি ও সহ-সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক। ‎অনুষ্ঠানে ‎স্বাগত বক্তব্য দেন ফিলোসোফি ফেস্টের আহ্বায়ক মিজানুর রহমান, চবি ফিলোসোফি ক্লাবের সহ-সভাপতি নাজিফা যাহীন ফাইজাহ ও ক্লাবের সাধারণ সম্পাদক তাহমিনা আফরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‎কাশফিয়া বিনতে মিরন ও মাহাবুবুল হাসান।

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে চবিতে বিশ্ব ফিলোসোফি উৎসব উদযাপন

চবির ‘চকোরী’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি বদলের আহবান শিবির সভাপতির

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে কর্মসূচি ঘোষণা

ড.মিজানুর রহমান আজহারীর প্রার্থীতা নিয়ে জামায়াতের বক্তব্য

অনির্দিষ্টকালের জন্য তামীরুল মিল্লাতের টঙ্গী ক্যাম্পাস বন্ধ ঘোষণা

গারো পাহাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

নাটোরে এক নারীর ২৩ বছরের পরিশ্রমী লড়াই -জোগালি থেকে হেডমিস্ত্রি

টেকনাফ মাদক পাচারকারী চক্রের বাড়ির ছাদে গোপন কুঠুরিতে মিললো২০হাজার ইয়াবা,আটক-১