------+
হলুদ পাখি
মো ফাত্তাহান আলী
আজ কত দিন ধরে যেন দেখি নি তোমায়
তুমি জানো হে বসন্ত সে কোথায় ?
কি এক গানের নেশায়
শহর ছেড়ে গ্রামে ছুটে আসছি
জানো কত ছলনা করে
তবু তোমার দেখা যে না পাই।
বাড়ি ছেড়ে সবুজ মাঠে
ধূসর মাঠ ছেড়ে ঘাটে
কোথাও কেউ নেই
নেই গো নেই তুমি, তবে করিলে ছলনায়।
ওগো হলুদ পাখি,
তোমারে ডাকি।
এসো একটা গান শুনে যাও
যদি চাও তুমি আমারে নাও, তোমারি পাখনায়।
ঘুরে আসি এই দুই পল্লীর বাঁশ বাগান
ঠোটে নাও ভোরের চিঠি খান।
সাধিতে হবে সাঁধ
বাধিতে হবে বাসা
আমি কত ব্যস্ত আজি কত যে কাজ
দেখ তোমার জন্য হবে সব বাঁধ।
হলুদ পাখি
আমার কথায় সে হাঁসেনি
নিভৃতে কত জ্বালা জরা ভুলিতে আসেনি।
হলুদ শাড়ীতে তার লাল গোলাপ জোটেনি।
ফিরে নি সে এ ব্যস্ত চৌরাস্তায় আমার অপেক্ষায় সে আজ রাগ করেনি।
কপালে বুঝি তার মুছে গেছে টিপ
পায়ে আলতা বসন্ত ফুলের খোপ নেই,
তার নিথর দেহে কে দিয়েছে আতর
আজ তার নেই রে নেই তার বিনুনি নেই।
ওই আলমনগর
ওই তো তল্লা বাঁশ বাগান
এই তো তার ছোট্ট কবর
প্রিয় সে, এক আমার বুকের পাঁজর।
চুপি চুপি পাড়ি দিও
শব্দ কর না ঘুমায় সে,
আমার কথা বল না
একলা ভেবে যদি কাঁদে সে।
হলুদ পাখি
একবার গেয়ে উঠো গান
চাহিয়া দেখি তার মুখ পান।
কেন তুমি একলা বনে শুয়ে শুয়ে গল্প বল
আমারে ডাকো না কেন?
হলুদ পাখি
তোরে সে নয় ক্রুদ্ধ
তুমি গাও আমি তাহারে দেখি।
(স্বামী স্ত্রী হলুদ পাখি)
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০