ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

ফাত্তাহান আলীর কবিতা : হলুদ পাখি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ

Link Copied!

——+
হলুদ পাখি
মো ফাত্তাহান আলী

আজ কত দিন ধরে যেন দেখি নি তোমায়
তুমি জানো হে বসন্ত সে কোথায় ?

কি এক গানের নেশায়
শহর ছেড়ে গ্রামে ছুটে আসছি
জানো কত ছলনা করে
তবু তোমার দেখা যে না পাই।

বাড়ি ছেড়ে সবুজ মাঠে
ধূসর মাঠ ছেড়ে ঘাটে
কোথাও কেউ নেই
নেই গো নেই তুমি, তবে করিলে ছলনায়।

ওগো হলুদ পাখি,
তোমারে ডাকি।
এসো একটা গান শুনে যাও
যদি চাও তুমি আমারে নাও, তোমারি পাখনায়।

ঘুরে আসি এই দুই পল্লীর বাঁশ বাগান
ঠোটে নাও ভোরের চিঠি খান।

সাধিতে হবে সাঁধ
বাধিতে হবে বাসা
আমি কত ব্যস্ত আজি কত যে কাজ
দেখ তোমার জন্য হবে সব বাঁধ।

হলুদ পাখি

আমার কথায় সে হাঁসেনি
নিভৃতে কত জ্বালা জরা ভুলিতে আসেনি।
হলুদ শাড়ীতে তার লাল গোলাপ জোটেনি।
ফিরে নি সে এ ব্যস্ত চৌরাস্তায় আমার অপেক্ষায় সে আজ রাগ করেনি।

কপালে বুঝি তার মুছে গেছে টিপ
পায়ে আলতা বসন্ত ফুলের খোপ নেই,
তার নিথর দেহে কে দিয়েছে আতর
আজ তার নেই রে নেই তার বিনুনি নেই।

ওই আলমনগর
ওই তো তল্লা বাঁশ বাগান
এই তো তার ছোট্ট কবর
প্রিয় সে, এক আমার বুকের পাঁজর।

চুপি চুপি পাড়ি দিও
শব্দ কর না ঘুমায় সে,
আমার কথা বল না
একলা ভেবে যদি কাঁদে সে।

হলুদ পাখি
একবার গেয়ে উঠো গান
চাহিয়া দেখি তার মুখ পান।
কেন তুমি একলা বনে শুয়ে শুয়ে গল্প বল
আমারে ডাকো না কেন?

হলুদ পাখি
তোরে সে নয় ক্রুদ্ধ
তুমি গাও আমি তাহারে দেখি।

(স্বামী স্ত্রী হলুদ পাখি)

428 Views

আরও পড়ুন

পুজা উদযাপন কমিটির সাথে উখিয়া উপজেলা জামায়াতের মতবিনিময়’

বন্যায় ভেসে গেছে ৭১ কোটি টাকার মাছ

টঙ্গীতে ময়লা-আবর্জনায় ভরা ড্রেন, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা পরিষ্কারে সৌদি মসজিদের খতিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা

পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কাদের এর পিতার দাফন সম্পন্ন ও বিভিন্ন মহলের শোক।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক আমীরে জামায়াতের সাথে সৌজন্য সাক্ষাৎ

সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গ্রেপ্তার

বিএনপি যেকোনো দুর্যোগে জনগণে পাশে থাকে: ডাক্তার জাহিদ

দোয়ারাবাজারে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে রোপিত গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ

টঙ্গীতে শত বছরের সরকারি ড্রেন বন্ধ করে ফ্ল্যাট ব্যবসায়ীদের অবৈধভাবে রাস্তা নির্মাণে পায়তারা

নাগরপুরে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ