ফারহানা সুপ্তি :
অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে দুর্বৃত্তদের আগুনে নিহত ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে ‘ডটার অব বাংলাদেশ’ হিসেবে ঘোষণা দিয়েছে অপরাজেয় বাংলাদেশ নামে একটি সংগঠন। সংগঠন টির সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহ বুধবার রাজধানীতে অনুষ্ঠিত একটি মানববন্ধন থেকে এ ঘোষণা দেন।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘নুসরাত-তনু কেন হারিয়ে যাচ্ছে অমানবিক রাষ্ট্রযন্ত্রের হাতে’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ধরেন কোনো রাজনীতি নেই, আমরা নারীর সম্ভ্রমের জন্য লড়াই করতে চাই।
আমরা কেবল মানুষের স্বাধীনতা ও অধিকারের জন্য লড়াই করতে চাই। নুসরাত আমাদের কাছে সাহসের বাতিক।
নাগরিক ঐক্যের আহ্বায়ক আরো বলেন, পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নুসরাত হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পিবিআই তদন্ত করার পর ওই ঘটনার সঙ্গে ওসির প্রমাণ পেয়েছে, কিন্তু সেই ওসি কোথায়? একটা সাইবার ক্রাইম অপরাধে মামলা দিয়েছেন তাও আদালতের নির্দেশে, এটা যথেষ্ট? এই ধরনের অপরাধ যদি বিরোধী দলের নেতাকর্মী করত তাহলে?
তিনি বলেন ‘লোকে বলছে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষমতা আপনাদের নেই। কারণ পুলিশ আপনার পক্ষে ভোট ডাকাতি করে, পুলিশ আপনার পক্ষে ভোটে সিল মারে, পুলিশ আপনার পোস্টার লাগায় আর বিরোধী দলের পোস্টার ছিঁড়ে ফেলে।
খালেদা জিয়া পিজি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এক হলমার্ক কত হাজার কোটি টাকা চুরি করেছে, বাংলাদেশ ব্যাংকের লক্ষ-কোটি ডলার চুরি হয়েছে, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। আর তিন তিনবারের প্রধানমন্ত্রী, এই সময় সবচেয়ে জনপ্রিয় নেত্রী মাত্র দুই কোটি টাকার মামলায় প্রথমে পাঁচ বছর, পরে ১০ বছরের সাজা ভোগ করছেন। পিজি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি।
একই সঙ্গে আমরা এ মানববন্ধন থেকে ‘নুসরাতকে ডটার অব বাংলাদেশ’ ঘোষণা করছি।
মানববন্ধনে আরো অংশ নেয়, অপরাজেয় বাংলাদেশ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুকুমার বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য, ২৪ অক্টোবর (বৃ্হস্প্রতিবার) ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার রায়ে মূল হোতা অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামির মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ সকাল ১১টার দিকে রায় ঘোষণা শুরু করেন।