আমি হেঁটে যাই নীরব পথে,
যেখানে বাতাসও গল্প বলে না,
শূন্যতার মাঝে বীণা বাজে,
নতুন দিনের স্বপ্নে চোখ মেলে।
রাতের চাঁদ মোর সঙ্গী,
তারাদের ছায়ায় আমি বাঁধি কথা,
যেখানে হাসি আসে দেরিতে,
কিন্তু চোখে থাকে অজস্র আশা।
আমি শুনি নদীর গহন গান,
প্রতিটি ঢেউ যেন আমার মন বলছে,
“এ যাত্রা দীর্ঘ, কিন্তু সৌন্দর্যও দীর্ঘ।”
আমি ডুবি অজানায়, ভেসে যাই নতুন স্বপ্নে।
প্রেমে ভরা মুহূর্ত আসে নীরবে,
কিন্তু ছুঁয়ে যায় হৃদয়ের গভীরে,
একটি স্পর্শ, একটি আলো,
যা অমলিন রাখে আমার মনে।
আমি লিখি শব্দের ছায়ায়,
যেন জীবন নিজেই কবিতা হয়ে ওঠে,
প্রতিটি ধূলিকণা, প্রতিটি বাতাসের কণিকা
আমার গল্প বলে, আমার কথা বলে।
আমি চলি, থেমে থাকি, আবার চলি,
জীবনের পথে যে রোদ কখনো দিতেই চায় না,
কিন্তু তবুও মনে হয়
প্রতিটি অন্ধকারের পরে আসে নতুন আলো।
#লিখক – নজরুল সিকদার