ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

নিজেদের অবহেলিত না ভেবে বরং স্পৃহা ও শক্ত মনোবল নিয়ে গড়ে উঠার আহ্বান লায়ন ইমরানের।

প্রতিবেদক
নিউজ এডিটর
১৯ জুন ২০২৪, ১:২৩ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ওব্যাট হেল্পার্স’র ঈদ উপহার হিসেবে প্রায় শতাধিক পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডস্থ এসডিজি ইয়ুথ ফোরাম পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন “স্বপ্নচাষী”তে ওব্যাট হেল্পার্স’র উদ্যোগে ঈদ উপহার হিসেবে প্রায় শতাধিক পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আখতার খান’র সভাপতিত্বে ও এসডিজি ইয়ুথ ফোরাম’র দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাব’র সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ওবায়দুল হক মনি, ওব্যাট জুনিয়র স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, তরুণ সমাজসেবক সারফারাজ ইমরান, এক টাকার বৃক্ষরোপণ এর সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন, এমআরটি ক্লাব’র সভাপতি রায়হান ইসমাইল, সাধারণ সম্পাদক এহতেশামুল হক, মনিকা রাণী ধর, লাল সবুজ সোসাইটির সদস্য আবু রাইহান, স্বপ্নচাষীর শিক্ষক তানিয়া আক্তার, মুহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, সমাজের মূলস্রোত থেকে বিচ্যুত ও অনগ্রসর জনপদের দুঃস্থ জনগোষ্ঠীর কল্যাণে সামর্থ্যবানদের এগিয়ে আসা জরুরি, যেমনটা সমাজের কম সৌভাগ্যবান মানুষের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে পাশে দাঁড়িয়েছে ওব্যাট হেল্পার্স। পিছিয়ে পড়া জনপদের শিশুদের শিক্ষাদীক্ষায় এগিয়ে নিতে স্বপ্নচাষী’র মত শিক্ষায়তনের গুরুত্বও অত্যধিক। এর পাশাপাশি অভিভাবকদেরও উচিত তাদের সন্তানদের লেখাপড়ার প্রতি নজর রেখে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে সোচ্চার ভূমিকা রাখা। তবেই প্রান্তিক জনপদের শিশুরাও সমাজের মূলস্রোতে অংশগ্রহণের সুযোগ পাবে।

লায়ন মোহাম্মদ ইমরান বলেন, অবহেলিত জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করলে তারা উৎসাহিত হবে যা তাদের সুস্থ মানসিকতা বিকাশে সহায়তা করবে।

সোহেল আখতার খান বলেন, ওব্যাট হেল্পার্স সর্বদা কম সৌভাগ্যবানদের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটাতে প্রয়াসী। তাই প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন প্রান্তিক এলাকায় দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দিতে এমন উদ্যোগ।

228 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা