মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্দন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সচেতন নাগরিক সমাজের উদ্দোগে সকাল ১০টায় তালতলী বাজারের সদর রোডে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তালতলী বাজার সাধারন ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জনাব আলতাফ হোসেন মাস্টারের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব রেজবীউল কবির জোমাদ্দার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল আহসান, শিক্ষা ও মানবকল্যান বিষায়ক সম্পাদক নুর-ই আলম সুমন,উপজেলা যুবলীগের আহ্বায়ক জনাব তপু জোমাদ্দার
তালতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব হারুন আর-রশিদ,তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র শীল,তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ জনাব হারুন আর রশিদ প্রমুখ।
মানববন্ধন আরো উপস্তিত ছিলেন,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৌতিক ও সাংবাদিকবৃন্দরা।
উক্ত মানববন্ধনে হাসপাতালে সব সমস্যা নিরসন করে চিকিৎসা সেবার মনোন্নয়নের দাবি জানান বক্তারা।